Advertisement
Advertisement
অশান্তি

ভোট পরবর্তী হিংসা অব্যাহত, রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল

হামলা চালানোর অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে৷

TMC workers beaten up by BJP goons in Midnapore
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 13, 2019 11:09 am
  • Updated:May 17, 2019 1:30 pm  

সম্যক খান, মেদিনীপুর:  ভোট পরবর্তী অশান্তি অব্যাহত রাজ্যের বিভিন্ন প্রান্তে। শালতোড়ে পাঁচজন তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অন্যদিকে, মেদিনীপুর পুরসভার প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে হামলার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। দুটি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।  

[আরও পড়ুন: জঙ্গলমহলে ভোটের মেনু থেকে বাদ অনুব্রতর হিট দাওয়াই ‘নকুলদানা’]

রবিবার ষষ্ঠ দফায় ভোট হয়েছে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে। এদিন সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা। আক্রান্ত হয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। ভোটপর্ব শেষেও ছবিটা একই। অভিযোগ, রবিবার ভোটপর্ব মিটতেই শালবনি ব্লকের মুসিনা গ্রামে বিশ্রাম নিচ্ছিলেন বাঁকিবাঁধ বুথে কর্মরত তৃণমূলের কর্মীরা। অভিযোগ, সেই সময় প্রায় ৪০ থেকে ৫০ টি মোটরবাইকে চড়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উপর চড়াও হয়। কিছু বুঝে ওঠার আগেই তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। বেধড়ক মারধরের পাশপাশি ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাঁদের। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভরতি করেন। দুজনের অবস্থা আশঙ্কাজনক৷ তাঁদেরকে মেদিনীপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: প্রচার সেরে ফেরার পথে বারাসতে বাবুল সুপ্রিয়র কনভয়ে হামলা, অভিযুক্ত তৃণমূল]

অন্যদিকে, রবিবার রাতে মেদিনীপুর পুরসভার প্রাক্তন কাউন্সিলর টোটন শীলের বাড়িতে চড়াও হয় একদল দুষ্কৃতী। সেই সময় বাড়িতে ছিলেন না টোটনবাবু। অভিযোগ, দুষ্কৃতীরা তাঁর পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। মারধর করা হয় মহিলাদেরও। গোটা বিষয়টি জানিয়ে ইতিমধ্যেই কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন টোটন শীল। যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। পাশাপাশি, বারাকপুরেও তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এমনকী ওই তৃণমূল কর্মীর গাড়িতে ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ। ইতিমধ্যেই এ বিষয়ে পুলিশের দ্বারস্থ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সব মিলিয়ে ভোটের পরেও উত্তপ্ত রাজ্যের বিভিন্ন জেলা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement