বাবুল হক, মালদহ: যে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে লোকসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে শাসকদলের৷ বারবার যে কোন্দল মেটানোর নির্দেশ দিচ্ছে দলের শীর্ষ নেতৃত্ব৷ কিন্তু সেই দ্বন্দ্বেই আরও জড়িয়ে পড়ছে তৃণমূল৷ পরিস্থিতি এতটাই চরমে পৌঁছে গিয়েছে যে, এবার ব্লকে ব্লকে কমিটি তৈরি নিয়েও মাথাচাড়া দিয়েছে গোষ্ঠীকোন্দল৷ যার জেরে মালদহের জেলা তৃণমূল সভাপতি মৌসম বেনজির নূরের বাড়ির সামনে বিক্ষোভে বসল দলেরই একাংশ৷ কমিটি তৈরিতে স্বজনপোষণ করছেন জেলা সভাপতি এমনই অভিযোগে মৌসমের বাড়ি ঘেরাও করলেন তৃণমূল কর্মী-সমর্থকরা৷ স্পষ্ট হল নব্য বনাম আদি তৃণমূলের দ্বন্দ্ব৷
[ আরও পড়ুন: পাখির চোখ বিধানসভা! রোডম্যাপ বানাতে দুর্গাপুরে চিন্তন বৈঠক বিজেপির]
জানা গিয়েছে, শুক্রবার থেকে কোতয়ালিতে একের পর এক বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা৷ বাড়ি ঘিরে মৌসমের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তাঁরা৷ অভিযোগ করেন, ব্লক কমিটিগুলিতে বেছে বেছে প্রাক্তন কংগ্রেস নেতাদের বা নিজের কাছের লোকদের বসাচ্ছেন মৌসম নূর৷ ঠাঁই দেওয়া হচ্ছে না আদি তৃণমূল নেতাদের৷ কেবল কর্মীদের মধ্যেই নয় ক্ষোভ বাসা বেঁধেছে জেলার শীর্ষ নেতাদের মধ্যেও৷ মৌসমের নাম করেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র জানান, ‘‘আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল করছি৷ তাঁর আদর্শেই দল করব৷ মৌসম নতুন দলে এসেছে৷’’ এমনকী, মৌসমের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ করেছেন তিনিও৷ শনিবার জেলা সভাপতির কোতয়ালির বাড়িতে বিক্ষোভ দেখান বিধানসভা নির্বাচনে মোথাবাড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থী নজরুল ইসলাম৷ অনুগামীদের নিয়ে জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জেলা তৃণমূল সভাপতি মৌসম বেনজির নূর৷ বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানান তিনি৷
[ আরও পড়ুন: সমকামী সম্পর্ক নাকি ত্রিকোণ প্রেম? দুই ঘনিষ্ঠ বান্ধবীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য জুনপুটে ]
উল্লেখ্য, বুধবারই তৃণমূলের মালদহ জেলার দায়িত্বে থাকা পর্যবেক্ষক সাধন পাণ্ডের অনুমোদন সাপেক্ষে এই মনিটরিং কমিটিগুলি ঘোষণা করে দলের জেলা সভানেত্রী মৌসম নুর। জেলা তৃণমূল সূত্রের খবর, একাধিক অঞ্চল কমিটিতে কর্তৃত্ব দখলে রেখেছে বেশকিছু দাগী, সমাজবিরোধী। দলের শীর্ষ নেতৃত্বের গাইডলাইন অনুযায়ী সেই সব দাগীদের ছেঁটে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন কর্মীদেরই উপরের সারিতে তুলে আনতে উদ্যোগ নিয়েছে তৃণমূল। এক্ষেত্রে মালদহ জেলার একাধিক অঞ্চল কমিটি থেকে বাদ পড়তে চলেছে ‘বাহুবলী’রা, সেই সঙ্গে ঠাঁই পেতে চলেছেন একাধিক নতুন মুখ। এদিনই একটি বিজ্ঞপ্তি জারি করে মালদহ জেলার সমস্ত অঞ্চল কমিটি এবং ব্লক কমিটিগুলি ভেঙে দিয়েছেন তৃণমূল জেলা সভানেত্রী মৌসম নূর। এদিন থেকেই মনিটরিং কমিটিগুলিকে অঞ্চল সভাপতি বাছাইয়ের প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে। মালদহ জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক হেমন্ত শর্মা বলেন, ‘‘শুধুমাত্র ইংলিশবাজার ব্লকের গ্রামীণ এবং শহর, এই দু’টি মনিটরিং কমিটি ঘোষণা করা হয়নি। দু’একদিনের মধ্যে ওই দু’টি কমিটিও হয়ে যাবে৷’’
[ আরও পড়ুন: বিয়েতে বাধা পরিবার, প্রেমিককে পেতে সাড়ে ৩০ ঘণ্টা ধরনা যুবতীর ]
জানা গিয়েছে, দলের অঞ্চল সভাপতি খুঁজতে ব্লকে ব্লকে একটি করে ছোট মনিটরিং কমিটি গঠন করেছেন তৃণমূলের মালদহ জেলার সভানেত্রী মৌসম নূর। প্রত্যেকটি কমিটিতে ৭ থেকে ৯ জন করে সদস্য রাখা হয়েছে। তৃণমূল সূত্রে খবর, দলের অঞ্চল ও ব্লক কমিটিগুলির গঠন সম্পন্ন না হওয়া পর্যন্ত এই অস্থায়ী মনিটরিং কমিটি কার্যকর থাকবে। এই কমিটি প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়ে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করে প্রত্যেকের মতামতের ভিত্তিতে সম্ভাব্য অঞ্চল সভাপতি হিসাবে তিনটি করে নাম বাছাই করবে। অঞ্চল সভাপতির জন্য প্রস্তাব আকারে তিনজনের নাম জেলা কমিটির কাছে পেশ করবে মনিটরিং কমিটি। আগামী ২০ দিনের মধ্যে এই বাছাই পর্ব শেষ করতে বলা হয়েছে। তারপর তিনজনের তালিকা থেকে একজনকে অঞ্চল সভাপতি হিসাবে চূড়ান্ত সিলমোহর দেবে জেলা তৃণমূল কংগ্রেস কমিটি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.