ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাটপাড়া উপনির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা৷ অর্জুনপুত্রের গাড়ির কাচ ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির৷ হামলার ঘটনাকে কেন্দ্র করে থমথমে উত্তর ২৪ পরগনার পলতা এলাকা৷
আগামী ১৯ মে শেষ দফার লোকসভা নির্বাচন৷ ওইদিনই ভাটপাড়া পুরসভায় উপনির্বাচন৷ বিজেপি প্রার্থী হিসাবে ওই আসন থেকে লড়াই করছেন পবন সিং৷ নিজের খুব একটা রাজনৈতিক পরিচয় নেই৷ তবে রাজনীতিক আঙিনায় তাঁর বাবা অর্জুন সিংয়ের যথেষ্ট পরিচিতি আছে৷ অর্জুনপুত্রকে ভাটপাড়া উপনির্বাচনে প্রার্থী হিসাবে বেছে নিয়েছে পদ্ম শিবির৷ সোমবার মনোনয়ন জমা দিতে যান পবন সিং৷ মনোনয়ন জমা দিয়ে ফেরার সময় পবন দেখেন তাঁর গাড়ির কাচ ভেঙে গিয়েছে৷ পবনের অভিযোগ, তাঁর গাড়ির কাচ ভাঙচুরের ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জড়িত৷ ভাটপাড়া উপনির্বাচনের প্রার্থীকে না পেয়েই তারা গাড়ি ভাঙচুর করেছে বলেও অভিযোগ পবন সিংয়ের৷
তৃণমূলের বিরুদ্ধে আঙুল তুললেও এখনও প্রশাসনিক স্তরে কোনও অভিযোগ জানাননি পবন সিং৷ তবে ঘাসফুল শিবিরের তরফে এই অভিযোগ একেবারে নস্যাৎ করে দেওয়া হয়েছে৷ সোমবারই মনোনয়ন পত্র জমা দেন ভাটপাড়া উপনির্বাচনের তৃণমূল প্রার্থী মদন মিত্র৷ দলীয় নেতাকর্মীরাও প্রার্থীর সঙ্গে মিছিল করেই মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন৷ তাই তাঁরা কেউই এ কাজ করতে পারেন না বলেই দাবি তৃণমূলের৷ অভিযোগ নস্যাৎ যতই হোক না কেন, বিজেপি নিজেদের দাবিতে এককাট্টা৷ আপাতত অভিযোগ-পালটা অভিযোগে সরগরম ভাটপাড়ার রাজনীতি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.