Advertisement
Advertisement

রাজনৈতিক পুনর্বাসন! তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রাক্তন সিপিএম বিধায়ক

ক্ষুব্ধ শাসকদলের নিচু তলার কর্মীরা৷

TMC workers agered over alocation of Panchayat posts in Durgapur
Published by: Tanujit Das
  • Posted:September 27, 2018 7:00 pm
  • Updated:September 28, 2018 10:02 am  

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: দু’বারের সিপিএম বিধায়ক এবার একলাফে তৃণমূলের পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি৷ উলটপুরাণে স্তম্ভিত পান্ডবেশ্বরের বাসিন্দারা৷ ক্ষোভে ফুঁসছেন স্থানীয় তৃণমূল কর্মীরা৷ মাস ছয়েক আগেই সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন খনি এলাকার একসময়ের দাপুটে বিধায়ক মদন বাউরি৷ দলে যোগ দিয়েই সোজা পঞ্চায়েত সমিতির সভাপতির পদ পেলেন কীভাবে ? প্রশ্ন তৈরি হয়েছে শাসকদলের দীর্ঘদিনের কর্মীদের মনে৷

[মুখ ফিরিয়ে রেল, স্টেশনে পড়ে থাকা অসুস্থ বৃদ্ধাকে চিকিৎসার ব্যবস্থা স্থানীয়দের]

Advertisement

দশবছর বিধায়ক ছিলেন মদন বাউরি৷ রাজ্যে পালাবদলের পর আর ভোটে টিকিট মেলেনি৷ বামেদের সঙ্গত্যাগ করে তখন থেকেই শাসকদল তৃণমূলের ঘনিষ্ঠ হয়ে পড়েন মদন বাউরি৷ পঞ্চায়েত ভোটের ছ’মাস আগে দলত্যাগ করে তৃণমূলে নাম লেখান তিনি৷ সেই ঘনিষ্ঠতার পুরষ্কার হিসাবেই মদন বাউরিকে পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি করে দেওয়া হয়৷ বাম আমলে তাঁর তাণ্ডবে ক্ষুব্ধ ছিলেন এলাকার মানুষ৷ সুযোগ মিলতেই ২০১১-তে বামেদের প্রবলভাবে প্রত্যাখ্যান করেন এলাকাবসী৷ বিধানসভা ভোটে প্রবল পরাজয়ের মুখে পড়েন মদন বাউরি৷ ক্রমেই ব্রাত্য হয়ে পড়েন দলের অন্দরে৷ এরপরেই রাজনৈতিক জমি পেতে ভাব জমান তৃণমূলের সঙ্গে৷ শাসকদলেই রাজনৈতিক পুনর্বাসন পেলেন তিনি৷ যা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে নিচু তলার কর্মীদের মধ্যে৷

[আবাস যোজনার তালিকা থেকে বাদ কুষ্ঠরোগীর নাম, আউশগ্রামে চাঞ্চল্য]

এই বিষয়ে তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি ভি শিবদাসন দাশু জানান, “আমি কিছু জানি না৷ পান্ডবেশ্বরের বিধায়ক ও ব্লক সভাপতি বিষয়টি জানেন৷” দলীয় সূত্রে জানা গিয়েছে, সিপিএমের মদন বাউরিকে পুনর্বাসন দেওয়া হয়েছে পান্ডবেশ্বরের বিধায়ক তথা আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারির উদ্যোগে৷ তি‌নিই বিষ‌য়ে জানান, “ওই সময় কোন ব্যক্তির উপর রাগ ছিল না সাধারণ মানুষদের৷ বামেদের নীতির উপরই ক্ষোভ ছিল৷ মদনবাবু একজন দক্ষ সংগঠক৷ উনি গরিব ও খেটে খাওয়া মানুষদের হয়ে কথা বলতে পারবেন৷ এলাকার পিছিয়ে পড়া মানুষদের উন্নয়ন করতে পারবেন৷ তাই তাঁকে সভাপতি করা হয়েছে৷” মুখ খুলেছেন সিপিএমের প্রাক্তন বিধায়ক তথা পান্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির বর্তমান সভাপতি মদন বাউরি৷ তিনি জানান, “বিধায়ক থাকাকালীন খুবই ভাল ছিলাম৷ পরে পার্টির সঙ্গে সম্পর্ক ভাল ছিল না৷ তখন থেকেই ঘনিষ্ঠতা বাড়ে তৃণমূলের সঙ্গে৷” তাঁকে আক্রমণ করেছেন সিপিএমের জেলা কমিটির সদস্য প্রবীর মন্ডল৷ জানান, “অত্যন্ত পদলোভী মানুষ৷ পদ ও ক্ষমতার বাইরে এরা থাকতে পারেনা৷ এটা আগে বুঝতে পারলে দলীয় ভাবেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হত৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement