Advertisement
Advertisement
TMC

মদ্যপানের প্রতিবাদের জের! ভরসন্ধেয় ডায়মন্ড হারবারে তৃণমূল কর্মীর উপর চলল গুলি

এদিকে এদিনই মুর্শিদাবাদে তৃণমূলের এক প্রধানকে লক্ষ্য করেও চলে গুলি।

TMC worker shot at by goons at Diamond Harbour | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:December 17, 2021 7:10 pm
  • Updated:December 17, 2021 8:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা পুরভোটের ৪৮ ঘণ্টাও বাকি নেই। তার আগে ভরসন্ধেয় ডায়মন্ড হারবারে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। দুষ্কৃতীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন তিনি বলে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খোঁজ চলছে অভিযুক্তরও। অন্যদিকে এদিনই দুষ্কৃতীদের আক্রমণে তৃণমূলের এক প্রধানের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে মুর্শিদাবাদের ইসলামপুরের টেঁকারায়পুরের ঘানিমিলের কাছে। অভিযোগ, ওই প্রধানকে মারার জন্য গুলিও চালানো হয়।

জানা গিয়েছে, এদিন সন্ধে ৬ টা নাগাদ ডায়মন্ড হারবারের ১২ নম্বর ওয়ার্ডে ঘটে এই ঘটনা। ঘনবসতিপূর্ণ ওই এলাকায় নিয়মিত মদ্যপানের আসর বসে। অভিযোগ, তারই প্রতিবাদ করায় গলি চালানো হয় বিশাল কেয়ারি নামের এক যুবককে লক্ষ্য করে। তিনি তৃণমূলের সক্রিয় কর্মীও। পরিবারের তরফে জানানো হয়েছে, বিশালের পায়ে গুলি লাগে। ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে আপাতত ভরতি তিনি। গোটা ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। পুলিশ অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে বলে খবর।

Advertisement

[আরও পড়ুন: Virat Kohli vs Sourav Ganguly: ‘দাদার পাশে দেশ’, বিরাট বিতর্কে এবার নেটদুনিয়ায় সৌরভকে সমর্থনের বন্যা]

এদিকে এদিন মুর্শিদাবাদের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোস্তাফা সরকার নেতাজুল জানান, “প্রতিদিনের মতো আমি ইসলামপুরে বিধায়ক কার্যালয়ে যাচ্ছিলাম। টেঁকার কাছে আসতেই দেখি শ’দুয়েক লোক লাঠিসোটা ও পিস্তল নিয়ে অপেক্ষা করছে। কাছে আসতেই ওরা গাড়ির রাস্তা রুখে এলোপাথাড়ি লাঠি দিয়ে গাড়ি ভাঙচুর করে। ঘটনায় চালক আহত হয়। ওই অবস্থায় গাড়ি দাঁড় না করে জীবন বাঁচাতে গাড়ি নিয়ে চলে আসি। তখন দুষ্কৃতীরা ছ’রাউন্ড গুলিও চালিয়েছে।” ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় এখনও পর্যন্ত সাতজনকে আটক করেছে বলে জানা গিয়েছে।

কিন্তু প্রশ্ন উঠছে, তৃণমূলের প্রধানের উপর কে বা কারা আক্রমণ করল? আক্রান্ত প্রধানের কথায়, “কারা কেন আক্রমণ করেছে কিছুই বলতে পারব না।” এমনকী তারা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না, তাও তিনি বলতে পারেননি। তবে পরক্ষণেই জানান, “ইসলামপুরে তৃণমূলের জেলাপরিষদের এক সদস্যের স্বামী আছেন, যার নাম হাজি জাকারিয়া হোসেন। তাঁর চক্রান্তে এসব ঘটে থাকতে পারে।”

[আরও পড়ুন: খোলনলচে বদলে তৈরি টাটা এয়ার ইন্ডিয়া, যাত্রীদের সুবিধায় ‘১০০ দিনের পরিকল্পনা’]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement