Advertisement
Advertisement
South 24 Pargana

পঞ্চায়েত সদস্যের সঙ্গে স্ত্রীর পরকীয়ার প্রতিবাদই কালই! রহস্যমৃত্যু TMC কর্মী

বিক্ষোভে উত্তাল দক্ষিণ ২৪ পরগণার লাহিরিপুর এলাকা।

TMC worker found dead in South 24 Parganas

প্রতীকী ছবি

Published by: Paramita Paul
  • Posted:May 16, 2024 10:23 am
  • Updated:May 16, 2024 1:20 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: বাড়ির কাছ থেকেই তৃণমূল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। বৃহস্পতিবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগণার লাহিরিপুর এলাকায়। অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন মৃতের স্ত্রী। সেই সম্পর্কের প্রতিবাদ করায় খুন হতে হয়েছে তাঁকে। এই ঘটনা. অভিযুক্ত এখনও অধরা।

মৃতের নাম তাপস বৈদ্য। বয়স ৪০ বছর। তৃণমূল কর্মী। ছেলের নাম সুজিত বৈদ্য। স্ত্রীর নাম সুজাতা বৈদ্য। বাড়ি দক্ষিণ ২৪ পরগণার সুন্দরবন ছোট মোল্লাখালি উপকূলীয় থানার লাহিরিপুর এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মৃতের স্ত্রীর সঙ্গে এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য সুভাষ মণ্ডলের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তাপস এই সম্পর্কের প্রতিবাদ করেছিলেন। এর পর গতকাল রাতে বাড়িতে ঢুকে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ পরিবারের সদস্যদের।

Advertisement

[আরও পড়ুন: দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, কাঁথিতে বাস ও চারচাকার সংঘর্ষে মৃত ৪]

স্থানীয়দের দাবি, ঝুলন্ত অবস্থায় মৃতের পা মাটিতে ঠেকে ছিল। যা দেখে পরিবারের সন্দেহ, খুনের পর গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় তাপসকে। যাতে এই অস্বাভাবিক মৃত্য়ুকে আত্মহত্যা বলে চালানো যায়। মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সারা শরীরের কাদা মাটি মাখা। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

তবে সকাল থেকেই দেহ আটকে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে স্থানীয় বাসিন্দারা এলাকায় বিক্ষোভ দেখাচ্ছেন। এর আগেও এই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে একাধিক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক এবং হুমকি দেওয়ার অভিযোগ আছে। অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

[আরও পড়ুন: সন্দেশখালির স্কুলে ‘গোপন’ বৈঠক বিজেপির, ছিলেন অসমের নেতারাও! নতুন ‘ষড়যন্ত্র’?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement