শংকরকুমার রায়, রায়গঞ্জ: পাওনা টাকা চাইতে যাওয়াই কাল! পাওনাদারের পিছনে কুকুর লেলিয়ে দিল তৃণমূল কর্মী। যুবককে কার্যত খুবলে খেল দুটি রটউইলার। বুধবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। তবে অভিযুক্ত তৃণমূল কর্মী পলাতক।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মাস সাতেক আগে তৃণমূল কর্মী বিশ্বদীপ ঘোষকে টাকা ধার দিয়েছিলেন দেবদূত রায়। ৬ হাজার টাকা ধার নেওয়ার পর এক হাজার টাকা ফেরতও দিয়েছিলেন। বাকি টাকা বারবার চেয়েও ফেরত পাননি দেবদূত। বুধবার দুপুরে বিশ্বদীপকে ফোন করে বিকেলে বন্ধু সাগর দাসকে সঙ্গে নিয়ে মিলন পাড়ায় তাঁর বাড়িতে টাকা চাইতে গিয়েছিলেন। গিয়ে দেখেন, লোহার রড হাতে বাড়ির দরজায় দাঁড়িয়ে বিশ্বদীপ, সঙ্গে দুটি কুকুর। অভিযোগ, দেবদূত টাকা চাইতেই রড দিয়ে হাতে আঘাত করেন তিনি। তারপরই একটি কুকুরের গলার চেন খুলে ছেড়ে দেন। পরিস্থিতি বেগতিক বুঝে দেবদূত দৌড় মারেন। পিছনে কুকুরটিও দৌড়তে শুরু করে। পরে আরেকটি কুকুরকেও লেলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। দুজনে দেবদূতের গলায়, হাতে, কোমর-সহ সারা শরীরে একাধিক জায়গায় কামড় দেয়। হাসপাতালে একটি ইঞ্জেকশন নেয়। চিকিৎসা চলছে তাঁর।
এ প্রসঙ্গে দেবদূত জানান, “মাস সাতেক আগে টাকা ধার নিয়েছিলেন বিশ্বদীপ। আমার ব্য়ক্তিগত টাকা নয়। আমার সংস্থার টাকা। পাওনা চাইতে গেলে কেন এমনটা করল? কুকুর লেলিয়ে দেওয়াটা কি ঠিক?” পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে বিধায়ক কৃষ্ণ কল্যাণীর অনুগামী হিসেবে পরিচিত বিশ্বদীপ পলাতক। রায়গঞ্জ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা প্রশাসক সন্দীপ বিশ্বাস জানান, “বিশ্বদীপ তৃণমূল কর্মী। তবে পুলিশকে বলব সঠিক তদন্ত হোক। অভিযুক্তের বিরুদ্ধে সঠিক আইনি পদক্ষেপ করা হোক।” পাশাপাশি সহকারী প্রশাসক অরিন্দম সরকারও ঘটনার নিন্দা করেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.