Advertisement
Advertisement

Breaking News

TMC

নাতির হাতে ‘খুন’ মহিলা তৃণমূল কর্মী, সম্পত্তি নিয়ে বিবাদের জের?

ঘরে দেহ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা।

TMC worker allegedly murdered in Howrah

প্রতীকী ছবি

Published by: Paramita Paul
  • Posted:June 8, 2024 2:01 pm
  • Updated:June 8, 2024 2:01 pm  

সুব্রত বিশ্বাস: নাতির হাতে খুন মহিলা তৃণমূল কর্মী। শনিবার ভোরে হাওড়া নিশ্চিন্দা থানার পুলিশ অভিযুক্ত নাতিকে গ্রেপ্তার করে। সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই খুন বলে পুলিশের প্রাথমিক ধারণা।

পরিবার সূত্রে খবর, মৃতার নাম মিনতি দত্ত (৬৮)। বাড়ি নিশ্চিন্দা গলাসরা এলাকায়। মহিলা আগে সক্রিয় কংগ্রেস কর্মী ছিলেন। পরে তৃণমূলে যোগ দেন। পুলিশের কাছে মৃতার বড় ছেলের অভিযোগ, ভাইপো বিশ্বজিৎ দত্ত তাঁর মাকে বালিশ চাপা দিয়ে খুন করেছে। অভিযুক্ত মৃতার ছোট ছেলেন সন্তান। এর পরই পুলিশ বিশ্বজিৎকে গ্রেপ্তার করেছে। তাঁর বউকেও আটক করেছে। বিশ্বজিতের আর এক ভাই পলাতক।

Advertisement

[আরও পড়ুন: কঙ্গনার চড় কাণ্ডে গ্রেপ্তার CISF মহিলা জওয়ান, নেটপাড়ায় সমালোচনার ঝড়]

প্রতিবেশীরা জানিয়েছে, অভিযোগকারী বড় ছেলে ও তাঁর পরিবারের সদস্যরা মিনতিদেবীকে প্রচণ্ড মারধর করত। এনিয়ে অনেকবার মিনতি থানায় অভিযোগ জানিয়েছে। তাঁদের দাবি, সম্পত্তি নিয়ে বিবাদ বহুদিনের। যেখানের মিনতি দত্তের বাড়ি সেই জায়গাটার ভালো দাম থাকায় তা আত্মসাৎ করতে চাইছিল ছেলে ও নাতিরা। বিবাদ চরমে পৌঁছায়। দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতি করা মিনতি দত্ত দমবার পাত্রী ছিলেন না। ফলে সংঘর্ষ চরমে ওঠে। কদিন আগেও তাকে মারধর করে ছেলে ও নাতিরা। এদিন রাতে ঝামেলার পর সকালে ঘরে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। এর পরে বড় ছেলের অভিযোগে নাতিকে বিশ্বজিৎকে গ্রেপ্তার করে পুলিশ।

[আরও পড়ুন: চড় কাণ্ডে ‘মলম’! সংসদে প্রথম সাক্ষাতেই কঙ্গনাকে বুকে টেনে নিলেন চিরাগ পাসওয়ান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement