Advertisement
Advertisement

Breaking News

TMC

কোচবিহারে অব্যাহত রাজনৈতিক অশান্তি, ফের খুন তৃণমূল কর্মী

অভিযোগের আঙুল তোলা হয়েছে বিজেপির দিকে।

TMC worker allegedly murdered by BJP in Cooch Behar | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:August 7, 2023 4:07 pm
  • Updated:August 7, 2023 4:07 pm  

বিক্রম রায়, কোচবিহার: পঞ্চায়েত ভোট মিটলেও অশান্তি থামছে না কোচবিহারে। ফের মাথাভাঙায় খুন তৃণমূল কর্মী। মৃতের পরিবারেরর তরফে অভিযোগের আঙুল তোলা হয়েছে বিজেপির দিকে। যদিও জেলা বিজেপি নেতৃত্বের দাবি, খুনের রাজনীতিতে গেরুয়া শিবির বিশ্বাস করে না। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই দলীয় কর্মীর মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম দুলাল বিশ্বাস। কোচবিহারের মাথাভাঙা-২ নম্বর ব্লকের পুঁটিমারি গ্রামের ঘটনা। রবিবার রাতে গ্রামের এক মাঠে তৃণমূব কর্মীদের পিকনিক ছিল। সেখানেই গিয়েছিলেন দুলাল। কিন্তু পিকনিক থেকে আর বাড়ি ফেরেননি। বাড়ির সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। শেষপর্যন্ত বাড়ি থেকে কিছুটা দূরে একটা জমির পাশ থেকে দুলালের দেহ উদ্ধার হয়। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

Advertisement

[আরও পড়ুন: লিভ ইন পার্টনারের ২ সন্তানকে সেতু থেকে ধাক্কা যুবকের! ঝুলন্ত অবস্থাতেই ১০০ ডায়াল কিশোরীর]

পরিবারের অভিযোগ, তৃণমূল করে বলেই তাঁদের ছেলে খুন করেছে বিজেপি। যদিও অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। তাঁদের দাবি, বিজেপি খুনের রাজনীতিতে বিশ্বাস করে না। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই মৃত্যু হয়েছে। এদিকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু করেছে তদন্ত। উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের মুখে বারবার উত্তপ্ত হয়েছে উত্তরের এই জেলা। একাধিক রাজনৈতিক নেতা-কর্মীর মৃত্যু হয়েছে। বারবার অভিযোগের আঙুল উঠেছে বিরোধী দলের দিকে। 

[আরও পড়ুন: পদ ফিরতেই টুইটারে পরিচয় বদলালেন রাহুল, হাসিমুখে অধিবেশনে ওয়ানড়ের সাংসদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement