Advertisement
Advertisement
Baruipur

বারুইপুরে ফের খুন তৃণমূল কর্মী, পিটিয়ে-কুপিয়ে হত্যা

জমি বিবাদের জেরে খুনের ঘটনায় অভিযোগ বিজেপি, সিপিএমের বিরুদ্ধে।

TMC worker allegedly killed by lynching and stabbing at Baruipur

ছবি: প্রতীকী।

Published by: Sucheta Sengupta
  • Posted:December 17, 2023 12:04 pm
  • Updated:December 17, 2023 4:36 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: ফের দক্ষিণ ২৪ পরগনায় খুন তৃণমূল (TMC) কর্মী। বারুইপুরের (Baruipur) বলবনে পিটিয়ে, কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। মৃতের নাম সইদুল শেখ। পেশায় তিনি গাড়িচালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।  তৃণমূল কর্মী সইদুলকে খুনের অভিযোগ উঠেছে বিজেপি ও সিপিএমের বিরুদ্ধে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে,  বলবনের বাসিন্দা সইদুল পেশায় গাড়িচালক। এলাকায় তিনি তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। শনিবার রাতে তিনি বাড়ি ফিরছিলেন। সেসময় ৭-৮ জন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে। সদলবলে তাঁকে প্রথমে ব্য়াপক মারধর করা হয়।  তার পর  ধারালো অস্ত্র (Sharp Weapon) দিয়ে কোপানো হয়। গুরুতর জখম অবস্থায় সইদুলকে উদ্ধার করে আশোপাশের বাসিন্দারা বারুইপুর হাসপাতালে ভর্তি করান। ভোররাতে মৃত্যু হয়। 

Advertisement

[আরও পড়ুন: কখনও ডাক্তার, কখনও প্রধানমন্ত্রী-ঘনিষ্ঠ, ভিন্ন পরিচয়ে ৬ বিয়ে কাশ্মীরি যুবকের! মিলল পাক যোগও]

সইদুলের পরিবারের অভিযোগ, এলাকার সাগির, আজিজুল, সাদ্দামদের সঙ্গে সইদুলের জমিজমা (Land dispute) সংক্রান্ত বিবাদ ছিল দীর্ঘদিন ধরে। তারাই প্রতিশোধ নিতে দলবল নিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে। এরা সকলেই সিপিএম, বিজেপির কর্মী। যদিও খুনের অভিযোগ অস্বীকার করেছে বিরোধী শিবির। তাদের পালটা দাবি, ওই এলাকায় তৃণমূলের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব আছে। আর সইদুল সেই গোষ্ঠীদ্বন্দ্বের শিকার। পরিবারের অভিযোগের ভিত্তিতে সাগির, আজিজুল, সাদ্দাম  নামে তিনজনের খোঁজে নেমে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।

[আরও পড়ুন: ‘ষড়যন্ত্র ফাঁস হবেই’, সংসদে হানা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement