সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: সিপিএম প্রার্থী ফুয়াদ হালিমের নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে উত্তপ্ত ডায়মন্ড হারবারের মোল্লারপুকুর৷ বামেদের অভিযোগ, তাঁদের প্রার্থীর প্রচার মিছিল লক্ষ্য করে কটূক্তি করেছে তৃণমূলের একদল কর্মী, সমর্থক৷ তাঁদের কর্মীদের হুমকি দিয়েছে তৃণমূলের সশস্ত্র বাহিনী৷ তবে তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে৷ পালটা বাম কর্মী সমর্থকদের বিরুদ্ধে একই অভিযোগের আঙুল তুলেছেন ঘাসফুল শিবিরের নেতানেত্রীরা৷ নির্বাচন কমিশনের দ্বারস্থ সিপিএম৷
বৃহস্পতিবার ডায়মন্ড হারবারের মোল্লাপুকুরে এই কেন্দ্রে দলের প্রার্থী ডা: ফুয়াদ হালিমকে নিয়ে প্রচার করছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী৷ তাঁর অভিযোগ, ওই এলাকায় পৌঁছানো মাত্রই তাঁদের মিছিলে ঢুকে পড়েন বেশ কয়েকজন তৃণমূল কর্মী৷ নানা কটূক্তিও করেন তাঁরা। সেই সময় ওই এলাকায় প্রার্থীর সঙ্গে ছিলেন জেলা সম্পাদক শমীক লাহিড়িও। গন্ডগোল ঠেকাতে রাজ্যের প্রাক্তন আইনমন্ত্রী আবদুল কাইয়ুম মোল্লার বাড়িতে ঢুকে পড়েন তাঁরা। সেখানে তাঁদের কর্মীদের সঙ্গে বৈঠক চলাকালীন তৃণমূল কর্মীরা বাইরে বোমা ও আগ্নেয়াস্ত্র নিয়ে দাঁড়িয়ে ছিল বলেও অভিযোগ৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন সুজন চক্রবর্তী৷
তৃণমূলের বিরুদ্ধে তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ডায়মন্ড হারবার দু’নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি মেহেবুবার রহমান৷ তিনি জানিয়েছেন, সিপিএম সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করছে। পালটা তৃণমূল নেতার অভিযোগ, তাঁরা ওই এলাকায় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পতাকা ও পোস্টার লাগাচ্ছিলেন, তখন সিপিএম কর্মীরাই তাঁদের উদ্দেশে কটূক্তি করেছে৷ সিপিএমের প্রচার মিছিল থেকে তাঁদের কর্মীদের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। বেশিরভাগ সিপিএম কর্মীর হাতে আগ্নেয়াস্ত্র ও বোমা ছিল বলেও অভিযোগ তৃণমূলের৷ এনিয়ে মোল্লারপুকুর এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হলে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী৷ পরে পুলিশের উপস্থিতিতেই সিপিএম ওই এলাকায় নির্বাচনী প্রচার সারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.