ভূপতিনগরের সভায় কুণাল ঘোষ।
রঞ্জন মহাপাত্র, কাঁথি : এনআইএ (NIA) ও বিজেপির (BJP) যোগসাজশো তৃণমূল কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে, এই অভিযোগ আগেই করেছে তৃণমূল। এবার এনআইএ-র হাতে ধৃত ২ তৃণমূল কর্মীর পাশে দাঁড়াতে এবার ভূপতিনগরে গিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে গণঅবরোধের ডাক দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। জানালেন, ”ছদ্মবেশী লুটেরারা এলে শাঁখ বাজিয়ে-উলুধ্বনি দিয়ে গোটা এলাকাকে জাগিয়ে দেবেন। গণপ্রতিরোধ করবেন। কিন্তু আইন হাতে তুলে নেবেন না।” পাশাপাশি জানালেন, ভূপতিনগরে গ্রেপ্তার তৃণমূল কর্মীদের পাশে দল রয়েছে।
রবিবার ভূপতিনগরে ধৃতদের পরিবার এবং এলাকাবাসীর পাশে থাকার বার্তা দিতে সেখান উপস্থিত হয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ও রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানেই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির ষড়যন্ত্রের কথা তুলে ধরেন কুণাল। বলেন, “মায়েদের কাছে শাঁখ আছে। ছদ্মবেশি বিজেপির লুটেরারা যদি এলাকায় ঢোকে, যে খবর পাবেন শাঁখ ও উলুধ্বনি দিয়ে গোটা এলাকাকে জানিয়ে দিন। কিন্তু আইন হাতে নেবেন না ওরা বদনাম করবে বলে বসে আছে। এমনভাবে ঘিরে রাখুন যাতে পুলিশ আসা পর্যন্ত কাউকে যেন এলাকা থেকে নিয়ে যেতে না পারে। গণঅবরোধ করে ঘিরে রাখবেন। শুধু আইন হাতে নেবেন না। ওরা পায়ে পা দিয়ে ঝগড়া করবে। ওরা পুরানো আঘাতে পট্টি লাগিয়ে বলবে, ভূপতিনগরের লোক ইট মেরেছে। এ সবে যাবেন না।” পাশাপাশি চন্দ্রিমা ভট্টাচার্য প্রশ্ন তোলেন, “কীসের ভিত্তিতে, কোন কাগজে সই করানো হয়েছে তা বলতে হবে তদন্তকারী সংস্থাকে।”
কুণাল ঘোষ আরও বলেন, “বিজেপি নেতাদের কাছ থেকে তালিকা নিয়ে এনআইএ এলাকায় ঢুকে তৃণমূল নেতাদের রাতের অন্ধকারে তুলে নিয়ে যাবে, তা মেনে নেওয়া হবে না।” তৃণমূল নেতার কথায়, আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পর বিজেপির নেতা জিতেন্দ্র তওয়ারি এনআইএ-র এসপি ধনরাম সিংয়ের বাড়িতে ঢুকে তালিকা দিয়ে আসেন। ভূপতিনগরে কাদের গ্রেপ্তার করতে হবে। বিজেপি লিস্ট দিচ্ছে সেইমতো তৃণমূল নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। ধনরাম সিংকে গ্রেপ্তার করতে হবে। রাজ্য পুলিশকে অনুরোধ করব, অভিযোগ দায়ের করে তদন্ত করুক। শুভেন্দু এর পেছনে রয়েছে। নির্বাচন কমিশনে আমাদের ১০ জনের দল যাচ্ছে ওই আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে।
এছাড়াও দল যে গ্রেপ্তার হওয়া কর্মীদের পাশে রয়েছে রবিবার সে কথা স্পষ্ট করে দেন কুণাল ঘোষ। তিনি জানান, “তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে জানিয়ে দিতে বলেছেন, যাঁদের ষড়যন্ত্র করে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল তাঁদের পাশে রয়েছে। যে আদালতে যেতে হয় দল যাবে। পূর্ণ আইনি সহায়তা দেওয়া হবে দলের সৈনিকদের।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.