অর্ণব দাস, বারাকপুর: এবার লোকসভা ভোটে হাইটেক প্রচারের মাধ্যমে জনসংযোগে নামলেন বারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। ঠিক যেমন দোকানে কিছু কিনতে গিয়ে কিউআর কোড স্ক্যান করে লেনদেন করা হয়, তেমনই তৃণমূল প্রার্থীকে সরাসরি মতামত জানানো যাবে কিউআর কোড স্ক্যান করে।
ইতিমধ্যেই প্রচারে ‘উন্নয়নের সংকল্প এবারে পার্থ’ শিরোনাম লেখা এই পোস্টার প্রার্থীর অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টও করা হয়েছে। প্রচারের শুরুতেই সন্ত্রাসমুক্ত বারাকপুর শিল্পাঞ্চলের প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। পোস্টারের নিচেও সেই প্রতিশ্রুতিমত স্লোগানে লেখা হয়েছে, ‘আপনার রায় শান্তি এবং সম্প্রীতির জন্য’। ঠিক তার নিচেই রয়েছে একটি কিউআর কোড। সেটিকে স্ক্যান করলেই ওয়েবের মাধ্যমে খুলে যাবে একটি ফর্ম। তাতে নাম, ফোন নম্বর বারাকপুর লোকসভার অন্তর্গত কোন বিধানসভার কোন এলাকার বাসিন্দা এবং সবার নিচে মতামত জানানো যাবে। ফর্মটি সাবমিট করলেই মোবাইল স্ক্রিনে ভেসে উঠবে গান-সহ পার্থ ভৌমিকের প্রচারের ভিডিও।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, শিল্পাঞ্চলের বাসিন্দাদের মতামত, এলাকায় তারা কী নাগরিক পরিষেবা চান, সবটা নিয়ে সার্ভে করে পরবর্তীতে প্রচারপত্র তৈরি করা হবে। ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই কিউআর কোড সম্বলিত পোস্টারটি প্রচার করার পাশাপাশি গোটা লোকসভা এলাকাতে স্বেচ্ছাসেবকেরাও এটি নিয়ে বিভিন্ন এলাকায় যাবেন। এছাড়াও টোটো-অটো-বাস স্ট্যান্ড এবং জনবহুল স্থানে এটি লাগানো হবে। পাশাপাশি প্রতিটি বিধানসভা এলাকার উল্লেখযোগ্য স্থানে কিয়স্ক তৈরি করেও এই কিউআর কোডের মাধ্যমে জনগণের মতামত নেওয়া হবে। এই প্রসঙ্গে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক জানান, এখন যোগাযোগের অন্যতম মাধ্যম স্মার্টফোন এবং ইন্টারনেট। প্রযুক্তির যুগে এই মাধ্যমকে ব্যবহার করে বারাকপুর লোকসভার বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করে মতামত জানতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.