সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজবংশী ইস্যুতে সুর আরও চড়াচ্ছে তৃণমূল (TMC)। বিএসএফের নৃশংস অত্যাচারে কোচবিহারের রাজবংশী যুবক প্রেমকুমারের মৃত্যুর প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ি ঘেরাও করার ডাক দিল তৃণমূল। আগামী ১৯ ফেব্রুয়ারি নিশীথ প্রামানিকের বাড়ি ঘেরাও করবে তৃণমূল নেতাকর্মীরা। এ কথা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। যদিও তৃণমূলের হুঁশিয়ারিকে পাত্তা দিতে রাজি নন বিজেপি সাংসদ।
গত ডিসেম্বরের ২৪ তারিখ কোচবিহারের সীমান্তবর্তী এলাকা গীতালদহে বিএসএফের গুলিতে তরুণের মৃত্যু ঘিরে বেশ শোরগোল তৈরি হয়েছিল। ভরবান্ধা ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার বাসিন্দা বছর ছাব্বিশের প্রেমকুমার বর্মণ। তিনি বেঙ্গালুরুতে দিনমজুরি করতেন। ওইদিন সকালে প্রেম সীমান্তের দিকে গিয়েছিলেন। তখনই বিএসএফ তাঁকে লক্ষ্য করে গুলি (Shootout) চালায়। মাটিতে লুটিয়ে পড়েন প্রেম। আশেপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত (Death)বলে ঘোষণা করেন। সারা শরীর জুড়ে ১৮০টা ক্ষত তৈরি হয়েছিল বলে দাবি করেন তৃণমূল সাংসদ অভিষেক।
কোচবিহারের সভা থেকে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ”এই হত্যাকাণ্ডের নেপথ্য়ে কে? শেষ দেখে ছাড়ব।” পাশাপাশি যেহেতু বিএসএফ স্বরাষ্ট্রমন্ত্রককে কার্যত হুঁশিয়ারি, ৪৮ ঘণ্টার মধ্যে জবাব চাই। কিন্তু সেই জবাব মেলেনি। তাই এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছে তৃণমূল। সকাল ১০টা থেকে সন্ধে ৬টা অবধি চলবে ঘেরাও অবস্থান।
পালটা দিয়েছেন নিশীথ প্রামানিকও। তাঁর কথায়, “ঘেরাও করে কী হবে? আমার বাড়িতে বয়স্ক বাবা-মা থাকেন। ওঁর দম থাকলে দিল্লিতে আসুন। স্বরাষ্ট্রমন্ত্রক ঘেরাও করে দেখান। কারণ আমার অফিস দিল্লির নর্থ ব্লকে। উনি উসকানিমূলক মন্তব্য করছেন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.