Advertisement
Advertisement

Breaking News

নোট বাতিলের প্রতিবাদে ফের পথে তৃণমূল

বিশ্বের বৃহত্তম গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত চলছে: মমতা

TMC to hold rallies against demonetization again
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 12, 2016 9:03 am
  • Updated:July 25, 2022 12:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পথে নামছে তৃণমূল কংগ্রেস৷ নোট বাতিলের জেরে মানুষের দুর্দশার প্রতিবাদে ফের রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে৷ আগামী বুধ, বৃহস্পতি ও শুক্রবার রাজ্যজুড়ে চলবে বিক্ষোভ সমাবেশ৷ হবে প্রতিবাদ মিছিল৷ নোট বাতিলের হয়রান হয়েছেন এমন নাগরিকদের সঙ্গে নিয়ে মিছিলে শামিল হবেন নেতারা৷

দুর্নীতি ইস্যুতে এবার বিজেপির শীর্ষ নেতৃত্বর বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী ও তাঁর সতীর্থরাই ‘সব থেকে বেশি দুর্নীতিগ্রস্ত’৷ তিনি বলেন, “যাঁরা সব থেকে বেশি দুর্নীতিগ্রস্ত তাঁরাই দুর্নীতিমুক্তির কথা বলছেন৷ নোট বাতিল করা হয়েছে শুধুমাত্র মোদিবাবু আর তাঁর ঘনিষ্ঠদের সুবিধার কথা ভেবে৷ দেশের অর্থনীতিকে এই ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দেবে৷”  তাঁর অভিযোগ “বিশ্বের বৃহত্তম গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত চলছে৷”

Advertisement

মুখ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীকে এই আক্রমণ-পর্বের মধ্যেই রবিবার সাংবাদিকদের সামনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যের কড়া সমালোচনা করেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ দিলীপ ঘোষকে গুন্ডা ঘোষ বলে কটাক্ষ করে বলেন, “উনি মানসিক ভারসাম্য হারিয়েছেন৷ তৃণমূলকর্মীদের খুনের হুমকি দিচ্ছেন৷ তৃণমূল এই বিষয়টিকে ভাল চোখে দেখছে না৷ তীব্র প্রতিবাদ জানাচ্ছি৷”

সম্প্রতি বিজেপি নেতাদের সভায় আক্রমণের নিদান দিয়েছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ এরপরই মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করে কুরুচিকর মন্তব্য করেন দিলীপ ঘোষ৷ তার জেরেই এদিন তৃণমূলের মহাসচিব জানান, “এমন ব্যক্তিগত আক্রমণের বিষয়টিকে কোনওভাবেই রেয়াত করা হবে না৷ আসলে উনি প্রধানমন্ত্রীর কাছে নম্বর বাড়াতে চাইছেন৷ খবরের শিরোনামে আসতে চাইছেন৷ বাংলার রাজনৈতিক সংস্কৃতিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাবে কার সাধ্য? তাঁকে দেশের কোথাও আটকানোর কারও সাধ্য নেই৷”  পাশাপাশি তিনি এও জানান প্রতিবাদ কর্মসূচি চলবেই৷ মানুষের জন্য মানুষকে সঙ্গে নিয়ে পথে নামবে৷ আন্দোলন হবে জেলায় জেলায়, ব্লকে ব্লকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement