Advertisement
Advertisement
TMC

কুড়মি সমস্যা মেটাতে তৃণমূলের পঞ্চবাণ, অভিষেকের নির্দেশে পুরুলিয়ায় পথে নামছে শাসকদল

কোন পথে হাঁটছে স্থানীয় তৃণমূল?

TMC take steps to solve the Kurmi problem in purulia | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 31, 2023 9:52 am
  • Updated:May 31, 2023 9:52 am

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: শাসকদলকে নিয়ে ধারাবাহিকভাবে কুড়মিদের অপপ্রচারের বিরুদ্ধে এবার মাঠে নেমে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে পুরুলিয়া জেলা তৃণমূল। কুড়মি সমস্যা মেটাতে অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মঙ্গলবার পুরুলিয়ায় দলীয় নেতৃত্বকে নিয়ে বৈঠক করে এই বার্তা দেন রাজ্য তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক, দলীয় তরফে রাজ্যের মুখপাত্র, প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো।

তৃণমূল কংগ্রেসের কুড়মি জনজাতির প্রথম সারির পুরুলিয়ার নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের নিয়ে এই বৈঠক হয়। তবে এই বৈঠকের প্রথম দিকে ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি তথা পুরুলিয়া জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ সৌমেন বেলথরিয়া। এই জেলায় শাসকদল তৃণমূল রাজনৈতিক ইস্যু নিয়ে মাঠে নামতে না পারায় নবজোয়ার কর্মসূচিতে এই জেলায় এসে বিরক্তি প্রকাশ করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই কর্মসূচির প্রথম দিনই রাতের বেলায় অধিবেশনস্থল থেকেই রাজ্য তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক শান্তিরাম মাহাতোকে এ বিষয়ে বৈঠক ডাকার নির্দেশ দেন। অভিষেক উল্লেখ করে দেন, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ যেভাবে কুড়মিদেরকে কু’কথা বলেছেন এই বিষয়টিকে দল এই জেলায় কাজে লাগাতে পারেনি। নবজোয়ার কর্মসূচির তৃতীয় দিনও ফের শান্তিরাম মাহাতোকে এই বিষয়টির দায়িত্ব দিয়ে সমস্যা মেটানোর কথা বলেন।

Advertisement

[আরও পড়ুন: সীমান্তে পোষ্য পাচারের ছক বানচাল, বিড়াল-কুকুর উদ্ধার করল বিএসএফ]

পুরুলিয়ায় আদিবাসী কুড়মি সমাজ শাসকদলের বিরুদ্ধে সরব হয়ে তাঁদেরকে ভোট না দেওয়ার আহ্বান জানাচ্ছে। তারই পালটা পথে নামছে পুরুলিয়া জেলা তৃণমূল। এই রাজনৈতিক মোকাবিলায় পুরুলিয়া জেলা তৃণমূল ঠিক কবে থেকে প্রচার কাজ চালাবে তার সুনির্দিষ্ট তারিখ ঠিক না হলেও প্রাথমিক রূপরেখা তৈরি হয়েছে এই বৈঠক থেকেই। গত ১৭ই মে কলকাতায় জঙ্গলমহলে শাসকদলের কুড়মি জনজাতির নেতৃত্বদেরকে নিয়ে বৈঠক করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক থেকেই নির্দেশ ছিল, এই জনজাতির উন্নয়নকল্পে রাজ্য সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তা ব্যাপকভাবে প্রচারের আলোয় নিয়ে আসতে হবে। কিন্তু সেই কাজ জঙ্গলমহলের এই জেলায় কুড়মি জনজাতির নেতৃত্বরা করতে পারেননি। এর পিছনে পুরুলিয়া জেলা তৃণমূল নেতৃত্ব বাধা হয়ে দাঁড়িয়েছিল বলে অভিযোগ। নবজোয়ার কর্মসূচিতে এই জেলায় পা রেখে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বিষয়টি পরিষ্কার হতেই তিনি কুড়মি সমস্যা নিয়ে দ্রুত প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতোকে বৈঠক ডাকার নির্দেশ দেন।

কুড়মিদের আদিবাসী তালিকাভুক্তর দাবির বিষয়ে রাজ্য সরকার এখনও পর্যন্ত কেন্দ্রের কাছে চারবার সুপারিশ করেছে। কোনও না কোনও কারণ দেখিয়ে, কেন তাঁদেরকে আদিবাসী করা হবে এই বিষয়ে ব্যাখ্যা চেয়ে বারে বারে রিপোর্ট চেয়েছে। রিপোর্টও পাঠানো হয়েছে। তাছাড়া এই বিষয়টি কেন্দ্রের এক্তিয়ারভুক্ত। এই সমগ্র বিষয়টিকেই জঙ্গলমহল পুরুলিয়ায় কুড়মি মানুষজনের কাছে তুলে ধরতে হবে বলে এদিনের বৈঠক থেকে সিদ্ধান্ত নিয়েছে পুরুলিয়া জেলা তৃণমূল। সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুড়মিদের উন্নয়নে যে ‘কুড়মি উন্নয়ন পর্ষদ’ গড়েছে তা ব্যাপকভাবে প্রচারের আলোয় নিয়ে আসার কথা বলা হয়েছে। যদিও এই কুড়মি উন্নয়ন পর্ষদের মেয়াদ কিছুদিন আগে শেষ হয়েছে। খুব শীঘ্রই তা পুনর্নবীকরণ হবে।

[আরও পড়ুন: অরুণলাল-আশিস বিদ্যার্থীর পর এবার লক্ষ্মণ শেঠ, সাতাত্তরের দাপুটে নেতা ফের ছাঁদনাতলায়]

এই বিষয়ে পুরুলিয়া জেলা তৃণমূলে একটি প্রশ্ন উঠেছে, এই কুড়মি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান যিনি রয়েছেন তিনি একজন ঝুমুর কবি, গীতিকার-সহ এই জনজাতির জ্ঞানী মানুষ। কিন্তু অভিযোগ জঙ্গলমহলের এই পরিস্থিতিতে যে পারদর্শিতার সঙ্গে এই পর্ষদের কাজ করা দরকার তা তিনি করতে পারছেন না। প্রশাসনিক দিক থেকে তিনি সেই দক্ষতার ছাপ ফেলতে পারেননি। তাই পুরুলিয়া জেলা তৃণমূল নেতৃত্ব চাইছে, এই পরিস্থিতিতে কুড়মি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদে প্রশাসনিক দিক থেকেও দক্ষ এরকম কোনও কুড়মি জনজাতির ব্যক্তিত্বকে ওই দায়িত্ব দেওয়া হোক। যাকে মুখ করেই কার্যত যে পরিস্থিতি তৈরি হয়েছে তা সহজেই যাতে মোকাবিলা করা যায়। সেই সঙ্গে কুড়মিদেরকে সামনে রেখে বিজেপি যে উস্কানি দিচ্ছে, তলে তলে মদত দিচ্ছে এই বিষয়টিও জনসমক্ষে শাসক দল তৃণমূল মানুষজনের কাছে নিয়ে আসবে বলেও ওই বৈঠক থেকে সিদ্ধান্ত হয়। গত রবিবার এই বিষয়ে ঝাড়গ্রাম নেতৃত্বও বৈঠক করে এমন সিদ্ধান্ত নেয়। সেই সঙ্গে দিলীপ ঘোষ কুড়মি জনজাতি নিয়ে যে কু’কথা বলেছেন তাকে রীতিমতো রাজনৈতিক ইস্যু তৈরি করে প্রচারে নামারও সিদ্ধান্ত হয়েছে।

তবে এই জেলার কুড়মি জনজাতির প্রথম সারির তৃণমূল নেতৃত্বর সাংগঠনিক দিকটা যে অনেকটা দুর্বল তা মেনে নিয়েছে পুরুলিয়া জেলা তৃণমূল নেতৃত্ব। এই দুর্বলতার কারণেই একেবারে মাঠে নেমে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারছেন না এই জেলার কুড়মি জনজাতির প্রথম সারির তৃণমূল নেতৃত্বরা। এদিনের বৈঠক থেকে মন্ত্রী শান্তিরাম মাহাতো একেবারে স্পষ্ট করে দেন, “যেভাবেই হোক যে অপপ্রচার শুরু হয়েছে তা বন্ধ করে সঠিক বিষয়টি এই জেলার কুড়মি জনজাতির মানুষজনদের কাছে তুলে ধরতেই হবে। “

শাসক দলের পাঁচ পদক্ষেপ

১. আদিবাসী তালিকাভুক্তের বিষয়ে চার-চার বার কেন্দ্রের কাছে সুপারিশ রাজ্যের। এই বিষয়টি ব্যাপকভাবে প্রচারে আনা।

২. ‘ কুড়মি উন্নয়ন পর্ষদ’- জনজাতির উন্নয়নে এই বোর্ডের প্রচার।

৩. কুড়মি জনজাতির বিদগ্ধ মানুষ জনের নামে রাস্তা, কলেজ। এই বিষয়টিকে তুলে ধরা।

৪. দিলীপ ঘোষের কু’কথার প্রতিবাদে ব্যাপকভাবে আন্দোলন সংগঠিত করা।

৫. বিজেপির উস্কানি ও মদতের রাজনীতি একেবারে বুথ স্তর থেকে তুলে ধরে প্রচার।

[আরও পড়ুন: দূরত্ব বাড়িয়ে নতুন সম্পর্কে প্রেমিকা! রাগে নাবালিকার আপত্তিকর ছবি পোস্ট করে ধৃত প্রাক্তন প্রেমিক!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement