আকাশনীল ভট্টাচার্য ও সন্দীপ মজুমদার: ভোটগ্রহণ পর্ব শেষ। বৃহস্পতিবার সকাল থেকেই কড়া নিরাপত্তায় ভোট গণনা চলছে নোয়াপাড়া বিধানসভা ও উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র। প্রত্যাশা মতোই দুটি কেন্দ্রের উপনির্বাচনেই এগিয়ে তৃণমূল কংগ্রেস। শেষ খবর পাওয়া পর্যন্ত, নোয়াপাড়ায় ৩১ হাজারেরও বেশি ভোটে এগিয়ে শাসকদলের প্রার্থী সুনীল সিং। দ্বিতীয় স্থানের জন্য সিপিএম ও বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই চলছে। নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে এখনও পর্যন্ত দ্বিতীয় স্থানে সিপিএম। তৃতীয় বিজেপি। অন্যদিকে, উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে প্রথম রাউন্ডের শেষে ৩০ হাজার ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সাজদা বেগম। এই কেন্দ্রেও দ্বিতীয় স্থানে সিপিএম ও তৃতীয় বিজেপি।
[বিক্ষিপ্ত অশান্তি, উপনির্বাচন শেষ হল কার্যত শান্তিতে]
উলুবেড়িয়া লোকসভাকেন্দ্রে সাংসদ ছিলেন তৃণমূলের সুলতান আহমেদ। নোয়াপাড়া বিধানসভাটি ছিল কংগ্রেসের দখলে। কিন্তু, মেয়াদ শেষে আগেই প্রয়াত হন দুই জন প্রতিনিধি। সোমবার উপনির্বাচন হয়েছে উলুবেড়িয়া ও নোয়াপাড়ায়। বৃহস্পতিবার সকাল থেকে চলছে ভোটগণনা। দুটি কেন্দ্রের ভোটগণনা কেন্দ্রগুলিতে রয়েছে কড়া নিরাপত্তা। প্রত্যাশামতোই দুটি উপনির্বাচনেও এগিয়ে শাসকদলের প্রার্থীরাই। নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে সপ্তম রাউন্ডের শেষে ৩১ হাজারেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সুনীল সিং। উলুবেড়িয়ায় নিকটতম প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে শাসকদলের প্রার্থীর ব্যবধান ৩০ হাজার ভোটের। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে, বহুদিন পর রাজ্যে কোনও নির্বাচনে দ্বিতীয় স্থান উঠে এল বামেরা। তৃতীয় স্থানে বিজেপি। নোয়াপাড়া অবশ্য এখনও পর্যন্ত দ্বিতীয় স্থান থাকলেও, সিপিএমের সঙ্গে কড়া টক্কর চলছে বিজেপির। তবে একই ছবি উলুবেড়িয়াতেও।
[রাজ্যে এবার আরও দুই মেডিক্যাল কলেজ]
রাজনৈতিক মহলে একাংশের মতে, পঞ্চায়েত ভোটের ঠিক মুখে দুটি উপনির্বাচনে বিজেপি ও সিপিএমের এই স্থান বদল অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যে গেরুয়া শিবিরে শক্তি বৃদ্ধি চিন্তায় ফেলেছিল খোদ শাসক শিবিরকে। সেদিক থেকে উপনির্বাচন জয়ই শুধু নয়, বিজেপি শক্তিক্ষয়ও তাদের কাছে বাড়তি পাওনা।
[জঙ্গলে বড় বড় পায়ের ছাপ, বাঘের আতঙ্কে ঘুম উড়েছে লালগড়বাসীর]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.