Advertisement
Advertisement
বিজেপি

আউশগ্রামে তৃণমূলের শান্তি মিছিলে হামলা, অভিযোগের তির বিজেপির দিকে

ঘটনায় গুরুতর জখম তিন তৃণমূল কর্মী৷

TMC supporters have allegedly attacked by BJP on Monday
Published by: Tanujit Das
  • Posted:June 24, 2019 9:19 pm
  • Updated:June 24, 2019 9:19 pm

ধীমান রায়, কাটোয়া: তৃণমূলের শান্তি মিছিল লক্ষ্য করে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে৷ আর এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার  সন্ধেয় উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমানের আউশগ্রাম৷ ঘটনায় গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি৷

[ আরও পড়ুন: ধস নামিয়ে রাজ্যে প্রথম জেলা পরিষদ দখল বিজেপির, গেরুয়াময় দক্ষিণ দিনাজপুর]

Advertisement

জানা গিয়েছে, সোমবার বিকালে পূর্ব বর্ধমানের আউশগ্রামে একটি শান্তি মিছিলের আয়োজন করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷ অভিযোগ, সেই মিছিল শুরুর আগেই শাসকদলের কর্মী-সমর্থকদের উপর হামলা চালায় বিজেপি৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। শেষে শান্তি মিছিল কর্মসূচি বাতিল করতে বাধ্য হয় শাসকদল। সূত্রের খবর, হামলায় আহত হয়েছেন শাসকদলের তিন কর্মী। হেনস্তার শিকার হয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি। পুরো ঘটনাটি বিজেপির ষড়যন্ত্রে হয়েছে বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের৷ আউশগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি মুস্তাক শেখের অভিযোগ, ‘‘বিভিন্ন গ্রাম থেকে যখন আমাদের কর্মীরা আউশগ্রাম বাজারের দিকে আসছিলেন৷ তখন বাঁশ, লাঠি নিয়ে আমাদের কর্মীদের উপর হামলা চালায় বিজেপি আশ্রিত ৫০ থেকে ৬০ জন দুষ্কৃতী৷ কর্মীদের উপর চড়াও হয় তারা। ব্যাপক মারধর করা হয়। ঘটনায় বেশ কয়েকজন আহত হন। বাকিরা প্রাণ বাঁচাতে ছুটে পালায়।”

[ আরও পড়ুন: সরকারি অনুষ্ঠানে হাজির সন্দেশখালি কাণ্ডে ‘ফেরার’ অভিযুক্ত বাবু মাস্টার ]

জানা গিয়েছে, ঘটনায় জখম তিনজন তৃণমূল কর্মীকে বননবগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করানো হয়। যদিও শাসকদলের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব৷ বিজেপির ৫৪ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ সমস্ত অভিযোগ উড়িয়ে বলছেন, ‘‘ওই ঘটনায় আমাদের দলের কেউ জড়িত নন। শুনেছি, শাসকদলের নেতা-কর্মীরা সাধারণ মানুষের কাছ থেকে কাটমানি আদায় করেছেন৷ সেজন্যই স্থানীয়রা তাঁদের ক্ষোভ উগরে দিয়েছেন।’’ পুলিশ সূত্রে খবর, ঘটনায় সোমবার সন্ধে পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি। তাই কাউকে গ্রেপ্তার করা যায়নি৷

ছবি: জয়ন্ত দাস৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement