Advertisement
Advertisement

সোশ্যাল অ্যাকাউন্ট ডিলিট তৃণমূলের, ষড়যন্ত্রের অভিযোগে সরব মমতা

আইনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি৷

TMC supporters’ group banned on Social Media
Published by: Sayani Sen
  • Posted:October 9, 2018 2:11 pm
  • Updated:October 9, 2018 2:11 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কর্মী সমর্থকদের গ্রুপ ডিলিট করে দেওয়ার অভিযোগ৷ দলীয় নেতৃত্বের অভিযোগ, মঙ্গলবার সকাল থেকেই হোয়াটস অ্যাপ ও ফেসবুকের দুটি গ্রুপে কোনও মেসেজ পাঠানো যাচ্ছে না৷ ঘটনায় ক্ষুব্ধ খোদ মমতা বন্দ্যোপাধ্যায়৷ গ্রুপ ডিলিট হওয়ার নেপথ্যে বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছেন তিনি৷ এই দুটি গ্রুপ ফেরানো না হলে, আইনি পথে হাঁটারও হুঁশিয়ারি দিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব৷

[পিকনিকে গিয়ে যুবকের রহস্যমৃত্যু, বাঁকুড়ায় চাঞ্চল্য]

দীর্ঘদিন ধরেই ফেসবুক ও হোয়াটস অ্যাপে TMCS এবং TCCF নামে দুটি গ্রুপ রয়েছে৷ ওই গ্রুপ দুটির মাধ্যমে তৃণমূল কর্মীসমর্থক ও দলীয় নেতারা একে অপরের সঙ্গে যোগাযোগ করেন৷ গ্রুপ দুটিতে প্রায় সাড়ে চার লক্ষ সদস্য রয়েছেন৷ সোমবার রাত থেকেই ফেসবুক গ্রুপটি কাজ করা বন্ধ করে দিয়েছে৷ সঙ্গে সঙ্গে দলীয় নেতৃত্বের কাছে খবর পৌঁছায়৷ যোগাযোগ করা হয়েছে দিল্লিতে ফেসবুকের হেড অফিসে৷ দুপুর দুটোর পর রিস্টোর করা হবে বলেই জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷ আদৌ দুপুরের পর থেকে আবার ওই গ্রুপটি ব্যবহার করা যায় কি না, সেদিকেই তাকিয়ে দলীয় নেতাকর্মীরা৷ ফেসবুকের সমস্যা মিটতে না মিটতেই মঙ্গলবার সকালে হোয়াটস অ্যাপ গ্রুপও ডিলিট হয়ে যায়৷ এদিন সকালে এক তৃণমূল কর্মী হোয়াটস অ্যাপ গ্রুপে মেসেজ পাঠান৷ তিনি দেখেন, ওই গ্রুপে কোনও মেসেজ পাঠানো সম্ভব হচ্ছে না৷ এছাড়াও ওই গ্রুপে ‘নো কনটেন্ট ফাউন্ড’ লেখা মেসেজও পান ওই ব্যক্তি৷ দলীয় নেতৃত্বের মাধ্যমে অভিযোগ জানানো হয় হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষকেও৷ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে৷ 

Advertisement

[পুজোয় শহরে আসছেন সুরেশ প্রভু-সহ একাধিক বিজেপি নেতা]

একের পর এক হোয়াটসঅ্যাপ ও ফেসবুক গ্রুপ ডিলিট হওয়ার ঘটনায় নতুন করে মাথাচাড়া দিয়েছে বিতর্ক৷ ক্ষুব্ধ খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের বাড়বাড়ন্ত মোটেও ভাল চোখে দেখছে না বিজেপি৷ তাই গেরুয়া শিবিরের ষড়যন্ত্রেই ফেসবুক এবং হোয়াটস অ্যাপ গ্রুপ ডিলিট হওয়ার ঘটনা ঘটেছে বলেই অভিযোগ তাঁর৷ দিল্লিতে ইতিমধ্যেই অভিযোগও জানানো হয়েছে৷ আইনি পথে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে দলীয় নেতৃত্ব৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement