সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারাসত কলেজে পরীক্ষা চলাকালীন ক্লাসরুমে ঢুকে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের হয়ে প্রচার করল তাঁর সমর্থকরা৷ আর এই ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে বিতর্ক৷ কলেজের ক্লাসরুমের মধ্যে কীভাবে ঢুকে ভোটপ্রচার করতে পারল শাসকদলের সদস্যরা, বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ এমনকী, কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা হচ্ছে ওয়াকিবহাল মহলে৷ বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনার হুঁশিয়ারি বিরোধীদের৷ বিব্রত শাসকদল৷
[ আরও পড়ুন: ‘তাপস! চা নিয়ে আয়’ ভোটের দিনে ডাক শোনা যাবে না দাড়িভিটে ]
জানা গিয়েছে, এলাকার তৃণমূল নেতা প্রদীপ সিংয়ের নেতৃত্বে শাসকদলের একদল সমর্থক শনিবার পরীক্ষা চলাকালীন বারাসত কলেজে প্রবেশ করে৷ তাঁরা প্রতিটি ক্লাসরুমে ঢুকে দলীয় প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের হয়ে প্রচার করে৷ কার্যত পরীক্ষা থামিয়ে পড়ুয়াদের উদ্দেশ্যে দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন করে তাঁরা৷ বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রতীকে কাকলি ঘোষ দস্তিদারকে ভোট দিতে৷ সূত্রের খবর, যে সময় শাসকদলের সমর্থকরা এই কীর্তি করছিলেন, তখন পরীক্ষাকক্ষেই হাজির ছিলেন পরীক্ষকরাও৷ এবং তাঁরা শাসকদলের সমর্থকদের আটকানোর কোনও চেষ্টা করেননি বলেই অভিযোগ উঠেছে৷
[ আরও পড়ুন: ‘নকুলদানা’ নিয়ে আমেরিকা থেকে চিঠি, হেসে লুটিয়ে পড়লেন কেষ্ট ]
এই ঘটনাকে কেন্দ্র করে বারাসত কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে৷ কলেজে পরীক্ষা চলাকালীন কীভাবে কোনও রাজনৈতিক দল ক্লাসরুমে ঢুকে প্রচার করতে পারল, এই প্রশ্নই তুলেছেন ওয়াকিবহাল মহলের একাংশ৷ কলেজ কর্তৃপক্ষের দাবি, এই বিষয়ে কোনও অভিযোগ জমা পড়েনি৷ অভিযোগ জমা পড়লে বিষয়টি খতিয়ে দেখা হবে৷ যদিও বিষয়টিতে কোনও ভুল কিছু দেখছেন না, অভিযুক্ত তৃণমূল নেতা প্রদীপ সিং৷ তাঁর পালটা দাবি, এলাকার উন্নয়নে এবং বারাসত কলেজের উন্নয়নে সাংসদ তহবিল থেকে অনেক অনুদান দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার৷ তাই তাঁর হয়ে কলেজে ভোট চাওয়াই যায়৷ যদিও ঘটনাকে হালকা ভাবে নিতে নারাজ বিরোধীরা৷ বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.