Advertisement
Advertisement

Breaking News

TMC supporters allegedly beaten by ISF worker in Amdanga

দুই শিশুর মামুলি ঝগড়ায় রাজনীতির রং! তৃণমূল কর্মীদের লক্ষ্য করে গুলি-বোমা আইএসএফের

এই ঘটনায় অন্তত ১০ জন জখম হয়েছেন।

TMC supporters allegedly beaten by ISF worker in Amdanga । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:March 21, 2022 2:01 pm
  • Updated:March 21, 2022 2:02 pm

অর্ণব দাস, বারাসত: দুই শিশুর মধ্যে মামুলি ঝগড়ায় লাগল রাজনৈতিক সংঘর্ষের। আইএসএফ এবং তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ। চলল গুলি এবং বোমাবাজিও। জখম উভয়পক্ষের অন্তত ১০ জন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার আমডাঙার কুমারদুনি গ্রামে তীব্র চাঞ্চল্য। আমডাঙা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

রবিবার সন্ধেয় দু’টি শিশু খেলা করছিল। খেলা চলাকালীন ঝগড়াঝাটি করে তারা। একে অপরকে মারধরও করতে শুরু করে। মহম্মদ রবিউল মণ্ডল নামে এক ব্যক্তি ঝগড়াঝাটি থামিয়ে দেন। এরপর ওই মামুলি বিবাদই রাজনৈতিক সংঘর্ষের রূপ নেয়। কারণ, ওই দুই শিশুর পরিবারের রাজনৈতিক মতাদর্শ সম্পূর্ণ আলাদা। একটি পরিবার তৃণমূল সমর্থক। অপরটি আইএসএফ।

Advertisement

[আরও পড়ুন: ঝুলন্ত বাবা, বিছানা ও মেঝেয় পড়ে মা-মেয়ের দেহ, একই পরিবারের তিন সদস্যের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য]

মহম্মদ রবিউল মণ্ডল তৃণমূল সমর্থক। তাঁর দাবি, ওই দুই শিশুর ঝগড়াঝাটির মেটার পরই সামিন, হারান, জামিন, রেজাউল মণ্ডল নামে আইএসএফ সমর্থকরা তাঁর বাড়িতে পৌঁছয়। আইএসএফ করার জন্য চাপ দেওয়া হয়। অভিযোগ, প্রস্তাব না মানায় আইএসএফ সমর্থকরা ওই পরিবারের সকলকে বেধড়ক মারধর করে। গুলি চালানো হয়। আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়েও মারধর করা হয়। এমনকী ধারালো অস্ত্রের কোপও দেওয়া হয় তাঁকে। ওই তৃণমূল সমর্থককে বাঁচাতে গেলে তৃণমূল সমর্থকের ভাইয়েরাও জখম হন।

যদিও মারধরের অভিযোগ মানতে নারাজ আইএসএফ সমর্থকরা। তাঁদের পালটা দাবি, তৃণমূল কর্মীরাই তাঁদের উপর হামলা চালায়। এই ঘটনায় দু’পক্ষের অন্তত ১০ জন জখম হয়েছেন। তাঁদের আমডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বারাসত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনায় আমডাঙা থানায় দু’পক্ষই অভিযোগ দায়ের করেছে। তবে এখনও গ্রেপ্তার হয়নি কেউ।

[আরও পড়ুন: যান্ত্রিক ত্রুটির জেরে গতিপথ বদল, দিল্লি-দোহা যাত্রীবাহী বিমানের জরুরি অবতরণ করাচিতে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement