Advertisement
Advertisement

Breaking News

ভোট

‘ভোট নয়, মানুষকে পাশে চাই’, প্রচার সভায় বার্তা নুসরতের

সারাদিন চারটি বিধানসভা কেন্দ্রে প্রচার৷

TMC star candidate Nusrat Jahan is in election campaign at Hingalgunj
Published by: Sayani Sen
  • Posted:March 24, 2019 4:23 pm
  • Updated:March 24, 2019 4:27 pm  

নবেন্দু ঘোষ, বসিরহাট: শুটিংয়ের ব্যস্ততা আপাতত নেই৷ তাই সপ্তাহান্তে শনিবার থেকেই কোমর বেঁধে ভোটপ্রচারে নেমেছেন বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জাহান৷ রবিবার সকালেও একই উদ্দীপনা নিয়ে নির্বাচনী প্রচারে ব্যস্ত তারকা প্রার্থী৷ হিঙ্গলগঞ্জ, বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ এবং বাদুড়িয়ায় ভোট প্রচার করলেন তিনি৷

[ আরও পড়ুন: উত্তর দিনাজপুরে মুখ্যমন্ত্রীর ছবিতে কালি, কাঠগড়ায় বিজেপি]

রবিবার সকাল সকাল হিঙ্গলগঞ্জে কর্মিসভায় যোগ দেন নুসরত৷ এদিনের মঞ্চ থেকে আবারও সাধারণ মানুষকে পাশে থাকার বার্তা দিয়েছেন বসিরহাটের তারকা প্রার্থী৷ তিনি বলেন, ‘‘সিনেমার ব্যস্ততা ছেড়ে আপনাদের কাছে এসেছি৷ আমি এখন আপনাদের সহকর্মী৷ দিদির আমার প্রতি বিশ্বাস রয়েছে৷ তাঁর বিশ্বাস মানুষের সঙ্গে, মানুষের জন্য আমি কাজ করতে পারব৷ আমি ভোট চাইছি না৷ আপনারা পাশে থাকুন, আমি এটাই চাই৷’’ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তিনিও মানুষের জন্য কাজ করতে চান বলেই জানান দলের তারকা প্রার্থী৷

Advertisement

NUSRAT

রাজনীতিতে একেবারে আনকোরা প্রার্থীর সর্বক্ষণের  প্রচারসঙ্গী উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক৷ বসিরহাটের তৃণমূল প্রার্থীর জয়ের বিষয়ে একই আত্মবিশ্বাসের সুর তাঁর গলায়৷ হিঙ্গলগঞ্জের পর বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ এবং বাদুড়িয়ায় কয়েকটি সভা করেন তারকা প্রার্থী৷

[ আরও পড়ুন: কীর্তনের আসরে ‘প্রেম বিলিয়ে’ জনসংযোগ বাবুলের]

NUSRAT-

[ আরও পড়ুন: মন্দিরে পুজো দিয়ে রবিবাসরীয় ভোটপ্রচারে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে]

টলিউড অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল জানে, কালীভক্ত নুসরত৷ তাই কোনও শুভ কাজ শুরুর আগেই কালীমন্দিরে যান নুসরত জাহান৷ ভোটপ্রচার শুরুর আগেও তার অন্যথা হয়নি৷

NUSRAT

শনিবার সকালে লেক কালীবাড়িতে যান অভিনেত্রী৷ পুরোহিতের উপস্থিতিতে হাতজোড় করে মন্ত্রপাঠ করেন তিনি৷ এরপর সোজা চলে যান খিদিরপুরে৷ সেখানেই মাজারে চাদর চড়ান তারকা প্রার্থী৷

NUSRAT

তারপর থেকে সোজা চলে যান সন্দেশখালিতে৷ স্থানীয়দের সঙ্গে জনসংযোগ করতে বেশ কয়েকটি সভাও করেন তিনি৷ প্রতিটি সভা থেকেই সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দেন তারকা প্রার্থী৷ একইরকম উৎসাহের সঙ্গে রবিবাসরীয় প্রচার করেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায়৷ 

[ আরও পড়ুন: প্রচারমঞ্চে মায়ের ছবি উপহার পেয়ে আবেগতাড়িত মুনমুন সেন]

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement