রঞ্জন মহাপাত্র, কাঁথি: ১২ বছর আগে এমনই এক ১৪ মার্চ পুলিশ ও সিপিএমের হার্মাদ বাহিনীর গুলিতে নন্দীগ্রামে খুন হওয়া ১৪ জন শহিদকে স্মরণ করল পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব। নিহতদের স্মরণ করে, শহিদদের শ্রদ্ধা জানিয়ে ভোট প্রচারে নেমে পড়লেন নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম সেনাপতি তথা পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার প্রচার শুরু করলেন কাঁথির প্রার্থী শিশির অধিকারী ও তমলুকের দিব্যেন্দু অধিকারীর সমর্থনে। মুখ্যমন্ত্রীর উন্নয়নের নিরিখে আগের চেয়ে আরও বেশি ভোটের মার্জিনে দুই প্রার্থীকে জয়ী করার ডাক দিয়েছেন শুভেন্দু।
বৃহস্পতিবার সকাল থেকেই শহিদ স্মরণে ভারাক্রান্ত নন্দীগ্রাম। সেখানকার বিধায়ক তথা রাজ্যের পরিবেশ ও পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী তেখালি, সোনাচূড়ায় স্মৃতিসৌধ এবং ভাঙাবেড়া ব্রিজ সংলগ্ন স্মৃতিসৌধে মাল্যদান করে নন্দীগ্রামের শহিদদের স্মরণ করেন। প্রতি বছর ১৪ মার্চ নন্দীগ্রামের মানুষ ও ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি এবং শাসকদল তৃণমূলের এই যৌথ শহিদ সমাবেশ হয়ে থাকে নন্দীগ্রামের মাটিতে।
নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার একদিন পরেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ৪২টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। দ্বিতীয়বারের জন্যে দিব্যেন্দু অধিকারীকে তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনীত করেছে তৃণমূল। লোকসভা ভোট একেবারে দোরগোড়ায়, তাই শাসকদল এবার নন্দীগ্রাম দিবসের সমাবেশ থেকেই গোটা জেলায় নির্বাচনী প্রচারের উদ্বোধন করে দিল৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.