Advertisement
Advertisement

Breaking News

ঐতিহাসিক ১৪ মার্চে শ্রদ্ধা জানিয়ে নন্দীগ্রাম থেকে প্রচার শুরু তৃণমূলের

প্রচারে কাঁথির তৃণমূল প্রার্থী শিশির অধিকারী, তমলুকের দিব্যেন্দু অধিকারী৷

TMC remembers Nandigram Day
Published by: Sucheta Sengupta
  • Posted:March 14, 2019 5:30 pm
  • Updated:March 14, 2019 5:30 pm  

রঞ্জন মহাপাত্র, কাঁথি: ১২ বছর আগে এমনই এক ১৪ মার্চ পুলিশ ও সিপিএমের হার্মাদ বাহিনীর গুলিতে নন্দীগ্রামে খুন হওয়া ১৪ জন শহিদকে স্মরণ করল পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব। নিহতদের স্মরণ করে, শহিদদের শ্রদ্ধা জানিয়ে ভোট প্রচারে নেমে পড়লেন নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম সেনাপতি তথা পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার প্রচার শুরু করলেন কাঁথির প্রার্থী শিশির অধিকারী ও তমলুকের দিব্যেন্দু অধিকারীর সমর্থনে। মুখ্যমন্ত্রীর উন্নয়নের নিরিখে আগের চেয়ে আরও বেশি ভোটের মার্জিনে দুই প্রার্থীকে জয়ী করার ডাক দিয়েছেন শুভেন্দু।

বৃহস্পতিবার সকাল থেকেই শহিদ স্মরণে ভারাক্রান্ত নন্দীগ্রাম। সেখানকার বিধায়ক তথা রাজ্যের পরিবেশ ও পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী তেখালি, সোনাচূড়ায় স্মৃতিসৌধ এবং ভাঙাবেড়া ব্রিজ সংলগ্ন স্মৃতিসৌধে মাল্যদান করে নন্দীগ্রামের শহিদদের স্মরণ করেন। প্রতি বছর ১৪ মার্চ নন্দীগ্রামের মানুষ ও ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি এবং শাসকদল তৃণমূলের এই যৌথ শহিদ সমাবেশ হয়ে থাকে নন্দীগ্রামের মাটিতে।

Advertisement
২০০৭ সালের ১৪ই মার্চ সেই রক্তস্নাত দিনে শহিদ হওয়া মানুষদের স্মরণে পালিত হয় নন্দীগ্রাম দিবস।এদিন সীতানন্দ কলেজ প্রাঙ্গণে শহিদ সমাবেশের আয়োজন করা হয়। মঞ্চ থেকে নন্দীগ্রাম ভূমি আন্দোলনের শহিদদের স্মরণ করে নির্বাচনী প্রচার শুরু করলেন প্রদেশ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শুভেন্দু অধিকারী। ওই একই মঞ্চ থেকেই শহিদদের তর্পণ করে নির্বাচনী প্রচারে নামেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী। শহিদ স্মরণ শেষে কর্মীদের সঙ্গে বৈঠকের মাধ্যমে প্রচারের রণকৌশল ঠিক হয়। সকালে নন্দীগ্রামের কর্মসূচি সেরে বিকেলে হলদিয়ার সিটি সেন্টারে একটি দলীয় সভা করেন শুভেন্দু অধিকারী৷

নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার একদিন পরেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ৪২টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। দ্বিতীয়বারের জন্যে দিব্যেন্দু অধিকারীকে তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনীত করেছে তৃণমূল। লোকসভা ভোট একেবারে দোরগোড়ায়, তাই শাসকদল এবার নন্দীগ্রাম দিবসের সমাবেশ থেকেই গোটা জেলায় নির্বাচনী প্রচারের উদ্বোধন করে দিল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement