Advertisement
Advertisement
WB Civic Polls 2022

WB Civic Polls 2022: তৃণমূলের ইস্তেহারে ‘১০ দিগন্ত’, নিকাশি থেকে পানীয় জল-সহ একাধিক প্রতিশ্রুতি

তবে বিধাননগরের ইস্তেহার প্রকাশের মঞ্চে সব্যসাচী দত্তর অনুপস্থিতি অস্তস্তিতে ফেলে ঘাসফুল শিবিরকে।

WB Civic Polls 2022: TMC released manifesto for upcoming Civic polls
Published by: Sulaya Singha
  • Posted:January 14, 2022 5:06 pm
  • Updated:January 14, 2022 6:34 pm

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: কলকাতা পুরভোটের (Kolkata Municipal Election) আগে দশ দিগন্ত শিরোনামে ইস্তেহার প্রকাশ করতে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসকে।এবার বিধাননগর, চন্দননগর এবং শিলিগুড়ির নির্বাচনী ইস্তেহারেও একই কৌশল চোখে পড়ল। বিধাননগরের চিরকালীন সমস্যা জল নিকাশি এবং পানীয় জল সরবরাহের উপর জোর দেওয়া হয়েছে নির্বাচনী প্রতিশ্রুতিতে। তবে বিধাননগরের ইস্তেহার প্রকাশের মঞ্চে সব্যসাচী দত্তর অনুপস্থিতি অস্তস্তিতে ফেলে ঘাসফুল শিবিরকে।

আগামী ২২ জানুয়ারি চার পুরনিগমে ভোট। আর আগে শুক্রবার ইস্তেহার প্রকাশ করে তৃণমূল। কিন্তু দলকে কিছু না জানিয়েই বিধাননগর ইস্তেহার প্রকাশে আসেননি একুশের নির্বাচনের পর বিজেপি ছেড়ে তৃণমূলে পুনরায় নাম লেখানো নেতা। তবে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু, বর্ষীয়ান তৃণমূল নেতা সৌগত রায়-সহ অন্যান্যরা। সৌগত রায় বলে দেন, হয়তো প্রচারের কাজে ব্যস্ত থাকার কারণেই হাজির হতে পারেননি বিধাননগর পুরনিগমের প্রাক্তন মেয়র সব্যসাচী। এরপর এদিন রীতিমতো হঁশিয়ারির সুরেই সৌগত রায়কে বলতে শোনা যায়, “জোর করে ভোট করার চেষ্টা হলে শৃঙ্খলাভঙ্গের পদক্ষেপ নেওয়া হবে।’’ ২০১৫ সালের পুরভোটে বিস্তর উত্তেজনার প্রসঙ্গ উঠে এলে তিনি বলে দেন, “অতীতের কথা ছেড়ে দিন। যা হয়েছে আর হবে না। বিধাননগরে যা কাজ হয়েছে, জবরদস্তির দরকার নেই।’’ সুজিত বসুও বলেন, ”২০১৫-র পরও তো আরও নির্বাচন হয়েছে এবং তা শান্তিপূর্ণ ভাবেই হয়েছে। এবারও তেমনই হবে।”

Advertisement

[আরও পড়ুন: Corona Vaccine: টিকা নেওয়ার পর থেকেই দুর্বল-পেটে ব্যথা! কালনার ছাত্রের মৃত্যুতে উঠছে প্রশ্ন]

বিধাননগরে নিকাশি ব্যবস্থা যে একটা বড় সমস্যা, তাও স্বীকার করে নেন সুজিত বসু। আর সেই কারণেই এবার ইস্তেহারে নিকাশি ও পানীয় জল সরবরাহে জোর দেওয়া হয়েছে। পাশাপাশি বিধাননগরের বর্ধিত এলাকা রাজারহাট-গোপালপুরের বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ, তাঁরা বিধাননগরের মতো সমস্ত সুবিধা ও পরিষেবা পান না। সেই অভিযোগও এবার দূর করার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল।

Bengal Civic Polls 2022

এদিকে চন্দননগরে পুরনিগমের নির্বাচনী ইস্তেহারেও নিকাশি ও নর্দমা ব্যবস্থার মানোন্নয়নে জোর দেওয়া হয়েছে। পাশাপাশি সড়ক পরিকাঠামো ব্যবস্থার উন্নতি, জল সরবরাহ, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি, প্রশাসনিক জটিলতার সরলীকরণ-সহ বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে শাসক দলের তরফে। শিলিগুড়িতে জল সরবরাহের পাশাপাশি উন্নত সড়ক পরিকাঠামোর প্রতিশ্রুতি রয়েছে তৃণমূলের ইস্তেহারে।

[আরও পড়ুন: ‘তোমরা মরবে’, হরিদ্বারে হিংসার উসকানি মামলায় অভিযুক্ত নরসিংহানন্দর ‘অভিশাপ’ পুলিশকর্মীদের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement