Advertisement
Advertisement

Breaking News

বীরভূমে ‘কীর্তন যাত্রা’ পিছিয়ে বিজেপিকে খোঁচা অনুব্রতর

হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

TMC postpones kirtan yatra in Birbhum
Published by: Kumaresh Halder
  • Posted:November 17, 2018 8:07 pm
  • Updated:November 17, 2018 8:07 pm  

নন্দন দত্ত, সিউড়ি: তারাপীঠ থেকে আগামী ৫ ডিসেম্বরের প্রস্তাবিত কীর্তন যাত্রা পিছোল তৃণমূল। কীর্তনের প্রস্তুতি হিসাবে এখনও কিছু ‘খোল করতাল’ কেনা বাকি বলে কর্মসূচি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় নেতারা ব্যস্ত থাকায় রথযাত্রা কর্মসূচি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি৷ ফলে, পূর্বনির্ধারিত ৫ ডিসেম্বর তারাপীঠ থেকে বিজেপির প্রস্তাবিত রথযাত্রা বেরোচ্ছে না৷ সূত্রের খবর, বিজেপির রথযাত্রার কর্মসূচি পিছিয়ে যাওয়ার কারণে তৃণমূলের তরফেও কীর্তন যাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে৷

[জগদ্ধাত্রী পুজোর আরতি করতে করতেই হৃদরোগে মৃত্যু পুরোহিতের]

রথযাত্রার কর্মসূচি পিছিয়ে দেওয়ার বিষয়ে বিজেপির জেলা সভাপতি রামকৃষ্ণ রায় জানান, সোমবার বৈঠকের পরেই এ নিয়ে কিছু বলা যাবে। তবে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে রাষ্ট্রীয় নেতারা ব্যস্ত থাকায় ৫ ডিসেম্বর সময় দিতে পারছেন না৷ তবে, বিজপির রথযাত্রার দিনেই কি ফের কীর্তন যাত্রা কর্মসূচিতে নামবে তৃণমূল? এ প্রসঙ্গে জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জানান, ‘‘ওরা আগে জানাক৷ পরে আমরা আমাদের দিনক্ষণ জানিয়ে দেব৷’’ অনুব্রতর কটাক্ষ, ‘‘চার হাজার খোল-করতালের মধ্যে তিন হাজার খোল ও কিছু করতাল এসেছে। বাকি এলেই কীর্তন যাত্রা শুরু হবে৷ কীর্তন যাত্রা শুরু হওয়ার আগে লোহাপুরের কাঁটাগড়িয়া মোড়ের জনসভা হবে বলে জানান তিনি৷ ওই সভা থেকে দলীয় কর্মী ও মা বোনেদের হাতে পাঁচন তুলে নেওয়া হবে৷ ওই পাঁচন দিয়ে বিজেপিকে খেদাতে নির্দেশও দেন৷

Advertisement

[এইভাবেই ১৯ বছর আগে তেহট্টে শুরু হয় জগদ্ধাত্রী পুজো]

এদিন সংবাদমাধ্যমে বিজেপির চালিকা শক্তি আরএসএসকে লক্ষ্য করে তাঁদের বিরুদ্ধে আক্রমণ শানান তৃণমূল জেলা সভাপতি৷ অনুব্রত বলেন, ‘‘গ্রামে-গ্রামে, পাড়ায়-পাড়ায় আরএসএস-এর কিছু লোক ঢুকে বিজেপির হয়ে প্রচার করবে। কেউ নোংরামো করলে তাঁদের পাঁচনের বারিতে সোজা করে দিন। বাকিটা আমি দেখে নেব৷’’ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement