Advertisement
Advertisement
গাছ

মুখ্যমন্ত্রীর বার্তাতেও কাজ হচ্ছে না, গাছ কেটে কাঠগড়ায় তৃণমূল নেত্রী

ঘটনার পর পঞ্চায়েত প্রধানকে শোকজ করেছেন বিডিও৷

TMC Panchayet leader accussed of felling tree illegally in Nadia
Published by: Sucheta Sengupta
  • Posted:August 3, 2019 3:49 pm
  • Updated:August 3, 2019 3:49 pm  

পলাশ পাত্র, তেহট্ট: সদ্য গিয়েছে অরণ্য সপ্তাহ। সবুজায়নের লক্ষ্যে স্বয়ং মুখ্যমন্ত্রী রাজপথে হেঁটেছেন। এরই মধ্যে রাস্তার ধারে লক্ষাধিক টাকার মূল্যবান গাছ কাটার অভিযোগ উঠল নদিয়ার করিমপুরের এক তৃণমূল নেত্রীর বিরুদ্ধে৷ সেই জায়গা থেকে প্রায় চারশো মিটার দূরে একটি ইটভাঁটা থেকে বাবলা, শিশু-সহ তিনটি মূল্যবান গাছ উদ্ধার করেন করিমপুর ২ ব্লক উন্নয়ন অফিসের কর্মীরা। 

[আরও পড়ুন : ইংরাজি ভীতির কারণে ঋষিকের আত্মহত্যা অবিশ্বাস্য! বলছে পরিবার]

করিমপুর ২ ব্লকের নতিডাঙা ২ পঞ্চায়েতের গমাখালি চর মোক্তারপুর রোডের উপর চুরিখালির এই ঘটনায় বিডিও সত্যজিৎ কুমার পঞ্চায়েত প্রধান সুচিত্রা দাসকে শোকজও করেছেন। স্থানীয় ও প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, নতিডাঙা ২ পঞ্চায়েতে গাছ কাটার অভিযোগ বেশ কিছুদিন ধরেই পাওয়া যাচ্ছিল। বৃহস্পতিবারও বিডিওর কাছে এ নিয়ে অভিযোগ পৌঁছায়। গমাখালি চর মোক্তারপুর রোড দিয়ে মুর্শিদাবাদ যাওয়া যায়। এই রোডের দু’পাশে পিডব্লুডির তৈরি রাস্তার উপর প্রচুর গাছ রয়েছে। বিডিও সত্যজিৎ কুমারের কাছে অভিযোগ আসে যে ওই এলাকার প্রচুর গাছ কাটা হয়েছে। 

Advertisement

বৃহস্পতিবারও এই অভিযোগ পেয়ে  বিডিও অফিসের কর্মীদের তিনি ঘটনাস্থলে পাঠান বিষয়টি সরেজমিনে দেখার জন্য৷ তাঁরা গিয়ে দেখেন, সত্যিই গাছ কাটা হয়েছে৷ গাছের উপরের অংশ পড়ে রয়েছে। কিন্তু মোটা নিচের অংশটি নেই। খবর পেয়ে আধিকারিকরা ঘটনাস্থলে যান৷ সেখান থেকে প্রায় চারশো মিটার দূরে একটি ইটভাটায় যান। সেখান থেকে শিশু, বাবলা, নিম তিনটি গাছ উদ্ধার হয়। শুক্রবার বিকেলে সম্পূর্ণ বিষয়টি জানতে চেয়ে পঞ্চায়েত প্রধান সুচিত্রা দাসকে শোকজ করেন বিডিও।

[আরও পড়ুন : মমতাকে নিয়ে কেন আপনি গর্বিত, উত্তর দিলে আকর্ষণীয় পুরস্কার!]

এ প্রসঙ্গে বিডিও সত্যজিৎ কুমার বলেন, ‘আমরা অভিযোগ পেয়ে ব্যবস্থা নিয়েছি। এই গাছগুলির মূল্য লক্ষাধিক টাকা হবে। প্রধানকে শোকজ করা হয়েছে।’ প্রধান সুচিত্রা দাস দায় এড়িয়ে বলেছেন, ‘এনিয়ে আমার স্বামী যা বলার বলবেন।’ তাঁর স্বামী নারায়ণ দাস গাছ কাটার কথা স্বীকার করে নিয়ে জানান, ‘মরা গাছ পড়ে ছিল। সেই গাছ পঞ্চায়েতের সদস্যরা কেটেছে।’ এ প্রসঙ্গে নদিয়া মুর্শিদাবাদ বনবিভাগের বিভাগীয় বনাধিকারিক  রানা দত্তের কথায়, ‘ঘটনা খুবই নিন্দনীয়। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement