Advertisement
Advertisement

Breaking News

তৃণমূল কার্যালয়ে তালা ঝোলাল নির্দল কর্মীরা, গলসিতে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব

বিষয়টি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন নেতারা।

TMC office locked at Glashi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 2, 2018 8:51 pm
  • Updated:June 2, 2018 8:51 pm  

সৌরভ মাজি, বর্ধমান: পঞ্চায়েত ভোটের আগে থেকেই দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল৷ প্রার্থী দেওয়াকে কেন্দ্র করে গোষ্ঠীর বিবাদ চরমে ওঠে। গ্রামের দুটি আসনে এক গোষ্ঠীর লোকজনের বিরুদ্ধে বিরোধী গোষ্ঠী নির্দল হিসেবে দু’জনকে দাঁড় করিয়ে দেয়৷ ভোটের ফলে অবশ্য তৃণমূল প্রার্থীরাই জয়ী হন৷ কিন্তু দাপট কমেনি নির্দলদের৷ শুক্রবার রাতে গ্রামের তৃণমূল কার্যালয় থেকে অফিসিয়াল গোষ্ঠীর লোকজনকে বের করে তালা ঝুলিয়ে দিয়েছে নির্দল গোষ্ঠী৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের গলসি-১ ব্লকের পোতনা-পুরষা পঞ্চায়েতের রামপুর গ্রামে। এই ঘটনা ঘিরে চাপানউতোর শুরু হয়েছে দুই গোষ্ঠীর মধ্যে৷

নির্দল গোষ্ঠীর দাবি, ওই কার্যালয় থেকে তৃণমূলের একাংশ অসামাজিক কার্যকলাপ চালাত। তাই তাঁরা তালা ঝুলিয়ে দিয়েছে। তাঁদের আরও দাবি, ওই কার্যালয়টি আগে গ্রামের ক্লাবঘর ছিল। বছর পাঁচেক আগে সেটিকে তৃণমূলের কার্যালয় হিসেবে ব্যবহার করা শুরু হয়। ফের সেটিকে ক্লাবঘর হিসেবেই ব্যবহার করা হবে বলে নির্দল গোষ্ঠীর লোকজন জানিয়েছেন। তৃণমূলের অফিসিয়াল গোষ্ঠীর অভিযোগ, ভোটে হেরে নির্দলরা গ্রামে অশান্তি পাকানোর চেষ্টা করছে। বাইরে থেকে দুষ্কৃতী এনে হামলা চালাতে চাইছে। তাই পরিকল্পনা করে গায়ের জোরে দলীয় কার্যালয় তালাবন্ধ করে দিয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে সদ্য পঞ্চায়েত নির্বাচনে জয়ী জয়দেব ঘোষের ভাই সঞ্জীব ঘোষ-সহ কয়েকজন গ্রামের রামসায়র পূর্বপাড়ের ওই কার্যালয়ে বসেছিলেন। সেই সময় নির্দল গোষ্ঠীর লোকজন সেখানে চড়াও হয়৷ তাঁদের বের করে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। জয়দেববাবু জানান, গত পঞ্চায়েত ভোটের নির্দল প্রার্থী পার্থ ঘোষ ও তাঁর অনুগামী সুভাষ ঘোষ, রাজু ঘোষ, অপু বাগদিরা তৃণমূল কর্মীদের পার্টি অফিস থেকে বের করে তালা ঝুলিয়ে দিয়েছে। প্রতিবাদ করলে গ্রামে অশান্তি হত। কিন্তু রমজান মাস বলে দলের নির্দেশে অশান্তি করা হয়নি। বিষয়টি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন তাঁরা। পুলিশকেও ঘটনার বিষয়ে জানিয়েছেন তাঁরা। তবে, কোনও লিখিত অভিযোগ করেননি।

নির্দল গোষ্ঠীর পার্থ ঘোষ, রাজু ঘোষরা দাবি করেছেন, গ্রামে তাঁরাই তৃণমূল করতেন। এই গ্রামে কিছু তৃণমূলের নামধারী লোকজন রয়েছে। যারা দলের বদনাম করছে। তাঁদের অভিযোগ, ওই কার্যালয়ে বসে অসামাজিক কাজে মদত দিচ্ছে তারা। এমনকী বোমা বাঁধা ও আগ্নেয়াস্ত্র মজুত করা হয় বলে অভিযোগ করেছেন তাঁরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের দাবি, ভোটে হের নির্দল গোষ্ঠী গ্রামে অশান্তি ছড়াতে এই কাজ করছে। দলের ব্লক সভাপতি জাকির হোসেন নির্দলদের তোলা অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছেন, প্রয়োজনীয় পদক্ষেপ করবে দল। এইভাবে দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া বরদাস্ত করা হবে না৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement