Advertisement
Advertisement
Panchayat Election

অশান্তির আবহে বিপরীত ছবি, মনোনয়ন কেন্দ্রে বিরোধীদের গোলাপ ফুল হাতে অভ্যর্থনা তৃণমূলের

রাজ্যের কোথায় দেখা গেল এই ছবি?

TMC offers rose to opposition on filing nomination for Panchayat Election । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:June 12, 2023 4:32 pm
  • Updated:June 12, 2023 4:32 pm  

শেখর চন্দ্র, আসানসোল: বেজে গিয়েছে ভোটের দামামা। মনোনয়নপত্র জমাও চলছে। প্রথমদিন থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির আবহ। কোথাও হামলার শিকার সিপিএম তো কোথাও বিজেপি। তবে তারই মাঝে আসানসোলের সালানপুরে ভিন্ন ছবি। মনোনয়নপত্র জমা দিতে আসা বিরোধী প্রার্থীদের সৌহার্দ্য তৃণমূলের। সিপিএম, কংগ্রেস ও বিজেপি প্রার্থীদের গোলাপ ফুল, ঠান্ডা পানীয় এবং চা খাইয়ে স্বাগত জানান হয় তাঁদের।

Advertisement

সোমবার সালানপুর ব্লকে মনোনয়ন কেন্দ্রের বাইরে পুলিশের ভিড়। সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছেন তৃণমূল নেতা-কর্মীরা। প্রত্যেকের হাতে গোলাপ ফুল। বিরোধীদের স্বাগত জানাতে এত আয়োজন। মনোনয়নপত্র জমা দিতে আসা সিপিএম, কংগ্রেস এবং বিজেপি প্রার্থীদের হাতে তুলে দেওয়া হয় গোলাপ ফুল। এছাড়া তাঁদের জন্য পানীয় জল, চায়ের বন্দোবস্তও ছিল।

Salanpur

[আরও পড়ুন: ‘বাংলা জ্বলছে, জ্বালাচ্ছেন দিদি, দুর্নীতি-হিংসাই ওখানকার নিউ নর্মাল’, তোপ অনুরাগ ঠাকুরের]

ব্লক তৃণমূল সহ সভাপতি ভোলা সিং জানান, “কোনও ঝামেলা বা দ্বন্দ্ব এই ব্লকে নয়। আমরা সবাই চাই শান্তিপূর্ণ নির্বাচন। সবাই যেন ভাল করে মনোনয়ন জমা দিতে পারে, সেদিকে লক্ষ্য রাখা আমাদের কর্তব্য। আর আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় এবং যুব নেতা মুকুল উপাধ্যায়ের নির্দেশে আমরা বিরোধীদের মনোনয়ন কেন্দ্রে ফুল, জল দিয়ে স্বাগত জানাচ্ছি। ঝামেলা নয়। উন্নয়নের দমে ভোট হবে সালানপুর ব্লকে। এত কাজ, এত উন্নয়ন। আমরা জানি সালানপুর, বারাবনির মানুষ আমাদের সঙ্গে। তাই জয় সুনিশ্চিত তৃণমূলের।” শাসকদলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিরোধী প্রার্থীরা। তাঁরা বলেন, “এমন পরিস্থিতি থাকলে ব্লকে কোন ঝামেলা বা অশান্তি থাকবে না।”

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: ঠাকুরনগরে অনৈতিকভাবে বিজেপি কর্মীদের মার! CBI তদন্তের দাবিতে সরব শান্তনু, পালটা তোপ মমতাবালার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement