টিটুন মল্লিক, বাঁকুড়া: কাটমানি ইস্যুতে এবার উত্তপ্ত বাঁকুড়া-সহ জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা৷ সোনামুখি পুরসভার প্রধান সুরজিৎ মুখোপাধ্যায়ের থেকে টাকা ফেরতে চেয়ে শহরজুড়ে পোস্টার লাগাল বিজেপি৷ একই ইস্যুতে শনিবার সকাল থেকে স্থানীয় মহিলারা চড়াও হলেন ওন্দা ব্লকের যুব তৃণমূল নেত্রী বাণী হাজরার বাড়িতে৷ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে সরকারি প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগে রায়পুর-সহ জঙ্গলমহলের একাধিক এলাকায় পোস্টার লাগালেন স্থানীয়রা৷ সমস্ত ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বাঁকুড়া জেলাজুড়ে৷
[ আরও পড়ুন: স্কুল থেকে ছুটি চাওয়ায় ছাত্রের কান টেনে ছিঁড়ে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ]
জানা গিয়েছে, সুরজিৎ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে শুক্রবার রাতে শহরজুড়ে পোস্টার লাগানো হয়৷ কয়েকটি পোস্টারে নাম রয়েছে তাঁর বাবারও৷ অভিযোগ, সরকারি প্রকল্পে বাড়ি বানিয়ে দেওয়ার নামে স্থানীয় গরীব মানুষদের কাছ থেকে টাকা তুলেছেন সোনামুখি পুরসভার প্রধান৷ নিজের রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে দামোদর নদ থেকে অবৈধ ভাবে বালি তোলেন তিনি৷ সেখানে যে সিন্ডিকেটরাজ চলছে, তার মূল কান্ডারি এই অভিযুক্ত পুরপ্রধান৷ এই বালি খাদান থেকে লক্ষ লক্ষ টাকা তুলছেন তিনি৷ স্থানীয়দের দাবি, তিন বছরের মধ্যে ব্যাপক ক্ষমতার অধিকারী হয়ে উঠেছেন সুরজিৎ মুখোপাধ্যায়৷ আগে গৃহশিক্ষকতা করে যাঁর সংসার চলত, তিন বছরের মধ্যে এলাকায় বিলাসবহুল বাড়ি হাঁকিয়ে ফেলেছেন তিনি৷ মেয়েকে ভরতি করেছেন বেসরকারি মেডিক্যাল কলেজে৷ ৬৩ লক্ষ টাকা দিয়ে মেয়েকে ডাক্তারি পড়াচ্ছেন৷ যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে বিজেপিকেই টার্গেট করেছেন তৃণমূল নেতা সুরজিৎ মুখোপাধ্যায়৷ তাঁর দাবি, ‘‘রাতের অন্ধকারে শহরজুড়ে বিজেপি যে পোস্টার দিয়েছে, তা মানহানিকর৷ এর বিরুদ্ধে আইনের পথে ব্যবস্থা গ্রহণ করবেন তিনি৷’’ এখানেই শেষ নয়, তাঁর সমস্ত আয়-ব্যয়ের হিসাবও মানুষের সামনে পেশ করবেন বলে জানিয়েছেন এলাকার এই দোর্দণ্ডপ্রতাপ নেতা৷ প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে মুকুল রায়ের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন এলাকার দাপুটে নেতা ব্রজ অধিকারী৷ এবং এরপরই সোনামুখি এলাকায় বিজেপির দাপট বেড়েছে বলে স্থানীয় সূত্রে খবর৷
[ আরও পড়ুন: জিনস, টি-শার্ট পরা নিয়ে আপত্তি, ফতোয়া অগ্রাহ্য করে শ্বশুরবাড়িতে ‘খুন’ নববধূ ]
একইদিনে সোনামুখি থেকে কাটমানি ইস্যুতে বিক্ষোভের আঁচ এসে পৌঁছেছে ওন্দাতেও৷ সুরজিৎ মুখোপাধ্যায়ের মতোই টাকা তোলার অভিযোগ উঠেছে বাঁকুড়া জেলা পরিষদের সদস্য তথা ওন্দা ব্লক যুব তৃণমূল সভানেত্রী বাণী হাজরার বিরুদ্ধে৷ এই অভিযোগে শনিবার সকাল থেকে স্থানীয় মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার দাপুটে এই তৃণমূল নেত্রীর বাড়ির সামনে৷ অভিযোগ, বিএড কলেজে ভরতির করিয়ে দেওয়ার নামে স্থানীয়দের থেকে টাকা তুলেছেন তিনি৷ এছাড়া বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী পাইয়ে দেওয়ার নামেও টাকা তুলেছেন মহিলাদের থেকে৷ কারও থেকে হাজার টাকা, কারও থেকে ন’শো টাকা করে প্রায় লক্ষাধিক টাকা তোলার অভিযোগ উঠেছে বাণী হাজরার বিরুদ্ধে৷ স্থানীয়রা জানিয়েছে, এই সমস্তটাই হয়েছে ওন্দার তৃণমূল বিধায়ক অরূপ খাঁয়ের মদতে৷ তাঁর সমর্থনেই বালি খাদান থেকে অবৈধ ভাবে বালি তোলার ব্যবসা শুরু করেছে এই তৃণমূল নেত্রী৷ কেউ তাঁর প্রতিবাদ করলে, মিলেছে শাস্তি৷ স্থানীয়দের অভিযোগ যে নিতান্তই মিথ্যা নয় তা বোঝা গিয়েছে যখন, এই অভিযোগের বিপক্ষে কোনও সদুত্তর দিতে পারেননি বাণী হাজরা৷
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই ওন্দায় জমি হারাতে শুরু করেছে তৃণমূল৷ সেখানকার মোট ১৫টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৭টার দখল নিয়েছে বিজেপি৷ শুক্রবারও ওন্দার কাঁটাবাড়ি গ্রাম পঞ্চায়েত দখল করেছে গেরুয়া শিবির৷ জানা গিয়েছে, ৯ সদস্য বিশিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান-সহ ৬ জন সদস্য শুক্রবার যোগদান করেছেন বিজেপিতে৷ ফলে এই পঞ্চায়েতটিও তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.