Advertisement
Advertisement
Murshidabad

দলে না ফিরলে ব্যবস্থা, ভয়ংকর রূপ দেখবে! ‘দলবদলু’ মহিলা পঞ্চায়েত প্রধানকে হুমকি আবু তাহেরের

তৃণমূল প্রার্থী হয়েও পঞ্চায়েত বোর্ড গঠবে বাম-কংগ্রেসকে সমর্থন করেছিলেন।

TMC MP threatens turncoat female panchayat member in Murshidabad
Published by: Paramita Paul
  • Posted:April 1, 2024 9:21 pm
  • Updated:April 1, 2024 9:21 pm  

সাবির জামান, লালবাগ: তৃণমূল প্রার্থী হয়েও পঞ্চায়েত বোর্ড গঠবে বাম-কংগ্রেসকে সমর্থন করেছিলেন। লোকসভা ভোটের পর সেই মহিলা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ‘ব্যবস্থা নেওয়া’র হুঁশিয়ারি দিয়েছেন বলে মুর্শিদাবাদের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী আবু তাহের খানের বিরুদ্ধে অভিযোগ উঠছে। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। তবে বিদায়ী সাংসদের এহেন হুমকির পর পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামী আতঙ্কিত বলে জানিয়েছেন।

পদ্মার ভাঙনে উদ্বাস্তু হয়ে কয়েক দশক জুড়ে ভগবানগোলা স্টেশন সংলগ্ন এলাকায় প্রায় ৫০০ পরিবার বসবাস করেন। স্থানীয় মহিষাস্থলী থেকে বটতলা এলাকার ওই রেল বসতিকে উচ্ছেদ করতে রেল কর্তৃপক্ষ নোটিস দিয়েছে। ওই নোটিসে বলা হয়, একমাসের মধ্যে রেলের জমিতে বসবাসকারীরা ঘরবাড়ি সরিয়ে না নিলে রেল উচ্ছেদ অভিযান শুরু করবে। এর প্রতিবাদ করে রবিবার তৃনমুল ওই এলাকায় অবস্থান বিক্ষোভ করে। ওই অবস্থান বিক্ষোভে যোগ দেন আবু তাহের খান। সেখানেই তিনি হুঁশিয়ারি দেন বলে অভিযোগ।

Advertisement

[আরও পড়ুন: ‘আবাসের ঘর পেলে এত ক্ষতি হত না’, দুর্যোগে আহতদের দেখতে হাসপাতালে গিয়ে ‘তোপ’ অভিষেকের]

ভিডিওতে আবু তাহেরকে বলতে শোনা গিয়েছে, “এখানে একজন নির্বাচিত মেম্বার পার্টির সঙ্গে গদ্দারি করছে। বেইমানি করে অন্য দলের সঙ্গে মিশে গিয়ে দলকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাঁকে বলব তুমি সাবধান হয়ে যাও। নির্বাচনের পর বড় ভয়ঙ্কর রূপ হবে আমাদের। তখন চেষ্টা করেও আর এদিক ওদিক করতে পারবে না।” এখানেই থামেননি তিনি। আবু তাহের আরও বলেন, “তোমাকে সাতদিন সময় দিয়ে গেলাম। আমাদের দরজা খোলা আছে, ভুল স্বীকার করে যদি দলে না আসো, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।” হুঁশিয়ারির ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়তেই এলাকায় বিতর্ক দেখা দিয়েছে।

প্রসঙ্গত, হাবাসপুর গ্রাম পঞ্চায়েতের প্রার্থী করা হয়েছিল তৃণমুলের ইউনুস মোল্লার স্ত্রী তসলিমা বিবিকে। নির্বাচনে জয় লাভের পর তসলিমা সিপিএম-কংগ্রেস জোটকে সমর্থন করে হাবাসপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন। উল্লেখ্য, ২০০৩ সাল থেকে ওই এলাকায় কখনও ইউনুস আবার কখনও তাঁর স্ত্রী টানা পঞ্চায়েত সদস্য নির্বাচিত হয়ে আসছেন। এই বিষয়ে ভগবানগোলা ১ ব্লক যুব কংগ্রেস সভাপতি আতিক শেখ বলেন,”ইতিমধ্যে আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জমা করে এর জন্য পদক্ষেপ করতে আবেদন রেখেছি। আসলে কংগ্রেস হুমকি দিয়ে ভোটের বাজার গরম করতে চাইছে। আর আমরা সন্ত্রাস মুক্ত, রক্তহীন ভোট চাইছি। এই হুমকির প্রতিবাদ করে আমরা পথে নামছি ।” এদিকে ইউনুস মোল্লা বলেন,”এই ঘটনার পর আমি আতঙ্কিত। ইফতারের পর থানায় লিখিত অভিযোগ জমা করব এবং নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানানো হবে।”

[আরও পড়ুন: তৃণমূল নাকি বিজেপি কর্মী? ভোটমুখী মালদহে নিহত যুবকের রাজনৈতিক পরিচয় নিয়ে তরজা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement