সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। তার মাঝে শিক্ষকদের নিয়ে বিতর্কিত মন্তব্য সৌগত রায়ের। পরোক্ষে দুর্নীতির জন্য ‘বেআইনি’ভাবে নিযুক্ত শিক্ষকদের দায়ী করলেন প্রবীণ সাংসদ। তাঁর দাবি, একবার ঢুকে পড়তে পারলে কম কাজ, মাইনে বেশি। তাই টাকাপয়সা দিয়ে শিক্ষকতা করতে ঢুকেছেন অনেকেই। আর তাঁর এই মন্তব্য নিয়ে জোর শোরগোল বিরোধীদের।
প্রবীণ সাংসদ বলেন, “শিক্ষাকে কেউ আর মিশন হিসাবে নেয় না। জীবনের লক্ষ্য হিসাবে নেয় না। পেশা হিসাবে নেয়। কোন চাকরি পাচ্ছি না তাই শিক্ষকতা করব। যে কোনও মূল্যে। সেই জন্য প্রাথমিক চাকরি পাওয়ার জন্য এত দুর্নীতি হচ্ছে, যে টাকা পয়সা দিয়ে একবার ঢুকে পড়তে পারলে সারাজীবনের জন্য মাইনে বেশি কম কাজ। এই চাকরিটা পেয়ে যাচ্ছে তাই দুর্নীতি হয়। কিন্তু দুর্নীতি কোনও অংশেই সমর্থনযোগ্য নয়। সেটার ব্যাপারে যা ব্যবস্থা হচ্ছে, আইনত হোক।”
সৌগত রায় আরও বলেন, “কমিউনিস্টদের জিজ্ঞাসা করেছিলাম দাদা আপনারা বাস জ্বালান কেন? বলল না শিক্ষকদের মাইনে না বাড়লে শিক্ষা ভাল হবে না। আজকে প্রশ্নটা হল, শিক্ষকদের মাইনে তো বেড়েছে। ছেঁড়া জামা থেকে এখন টেরিলিনের শার্ট হয়েছে। শিক্ষা কি অত ভাল হয়েছে? এই প্রশ্নটা আমাদের নিজেদের করতে হবে। কতটা সময় শিক্ষকরা দিচ্ছে?” সৌগত রায়ের এই মন্তব্য নিয়ে বিরোধী শিবিরে শোরগোল। সৌগত রায় নিয়োগ দুর্নীতির দায় এড়াতে মিথ্যে কথা বলছেন বলে খোঁচা বিরোধীদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.