Advertisement
Advertisement

Breaking News

Asansol

ডাক পেয়েও রেলের অনুষ্ঠানে গরহাজির শত্রুঘ্ন সিনহা, ‘সৌজন্যবোধ নেই’, কটাক্ষ অগ্নিমিত্রার

'আরও জরুরি কাজ ছিল', সাফাই তৃণমূলের তারকা সাংসদের।

TMC MP Satrughna Sinha refuses to be present in Railways programme, BJP MLA Agnimitra Paul questions on his courtsey | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:August 6, 2023 4:43 pm
  • Updated:August 6, 2023 5:47 pm  

শেখর চন্দ্র, আসানসোল: রেলের তরফে আমন্ত্রণ পেয়েছিলেন। আসানসোলে ছিলেনও। তবু অমৃত ভারত প্রকল্পে স্টেশন আধুনিকীকরণের শিলান্যাস অনুষ্ঠানে হাজির হলেন না আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। অনুষ্ঠানস্থল থেকেই এই নিয়ে কটাক্ষ করেন আসানসোল দক্ষিণের বিজেপি  বিধায়ক (BJP MLA) অগ্নিমিত্রা পাল। তাঁর অভিযোগ, তৃণমূল সরকারের রাজনৈতিক সৌজন্যবোধ নেই। রাজ্যের সরকারি অনুষ্ঠানে বিজেপি বিধায়ক বা সাংসদদের আমন্ত্রণ করা হয় না। কিন্তু কেন্দ্রের অনুষ্ঠানে রাজ্যের বিধায়ক বা সাংসদদের আমন্ত্রণ জানানো হলেও সেখানে হাজির থাকার সৌজন্যও দেখালেন না। পালটা তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা (Satrughna Sinha)জানান, ওই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন ঠিকই। কিন্তু ওই অনুষ্ঠানের থেকেও অনেক জরুরি কাজ ছিল, তাই যাননি।

তবে অনুষ্ঠানে না থাকলেও অমৃত ভারত প্রকল্পের রেল স্টেশন আধুনিকীকরণের শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) বক্তব্যের তীব্র সমালোচনা করেন শত্রুঘ্ন সিনহা। তাঁর অভিযোগ, সরকারি অনুষ্ঠানে সম্পূর্ণ রাজনৈতিক বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী। INDIA জোট তৈরি হওয়ার পর সরকারি-বেসরকারি সব অনুষ্ঠানেই এরকম কথা বলে যাচ্ছেন। শত্রুঘ্ন সিনহার বক্তব্য, ”প্রধানমন্ত্রী নিজেও জানেন, তাঁর বিশ্বাসযোগ্যতা হারিয়ে গিয়েছে। বলেছিলেন, কালা ধন ফিরিয়ে আনবেন, আসেনি। বলেছিলেন, দু’কোটি বেকারের চাকরি দেবেন, হয়নি। দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, কৃষকদের আয় দু’গুণ হবে বলেছিলেন, উলটো হয়েছে। যেখানেই যাচ্ছেন আসল ইস্যু থেকে দিকভ্রান্ত করতে উলটোপালটা কথা বলছেন প্রধানমন্ত্রী।”

Advertisement

[আরও পড়ুন: ‘না নিজেরা করবে, না অন্যদের করতে দেবে’, রেলের অনুষ্ঠান থেকে বিরোধীদের তীব্র কটাক্ষ মোদির]

এরপরই প্রধানমন্ত্রীর ৫০৮ টি রেল স্টেশনের আধুনিকীকরণের (Rail Station Modernisation) শিলান্যাস করা প্রসঙ্গে কটাক্ষ করেন তিনি। তৃণমূল তারকা সাংসদের শ্লেষ, ”প্রধানমন্ত্রীর আর কি কোনও কাজ নেই? এটা তো রেলমন্ত্রীর করার কথা। তাঁকেই সব কাজ করতে হচ্ছে? প্রধানমন্ত্রী হওয়ার জন্য বিরোধীদের বা INDIA জোটের অনেক যোগ্য ব্যক্তি রয়েছেন। কিন্তু মোদিজি এনডিএ জোটের একটাই মুখ। ওঁর কিছু হয়ে গেলে গোটা দলটা সামাল দেবার লোক নেই।”

উল্লেখ্য, অমৃত ভারত স্টেশন আধুনিকীকরণ স্কিমে বিশ্বমানের স্টেশন হবে আসানসোল। আসানসোল রেল ডিভিশনের ৫ টি স্টেশনকে আধুনিকীকরণ করা হবে। আসানসোল, অন্ডাল, পান্ডবেশ্বর, শিমুলতলা, কুমারডুবি স্টেশনের জন্য ১১৮৭ কোটি টাকা বরাদ্দ হয়েছে। যার মধ্যে শুধুমাত্র আসানসোলের জন্যই বরাদ্দ ৪৩১ কোটি টাকা। অত্যাধুনিক যাত্রীনিবাস, শপিং মল, ফুডকোর্ট, ক্যাফেটেরিয়া প্রতিটি প্লাটফর্মে এসকেলেটের, লিফট থাকবে।

[আরও পড়ুন: ‘দাবিকে সমর্থন করি’, তৃণমূলের অবস্থান বিক্ষোভে যোগ দিয়ে জানালেন বিজেপি বিধায়ক!]

সারা দেশের ৫০৮ টি স্টেশনের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসানসোল স্টেশনের মঞ্চে রয়েছেন ডিআরএম চেতনানন্দ সিং, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল, কুলটির বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার ও রেলের আধিকারিকরা। এদিনের মঞ্চে অগ্নিমিত্রা পল বলেন, ”কেন্দ্রের স্কিম থেকে রাজ্যের মানুষকে বঞ্চিত করা হচ্ছে। এ রাজ্যের সরকার মানুষকে বঞ্চিত করছেন কেন্দ্রের স্কিমগুলি থেকে। এ রাজ্যে বন্দে ভারতকে পাথর ছোড়া হচ্ছে। যা খুব দুঃখজনক। আজকের দিনে আমাদের শপথ করতে হবে বিশ্বমানের যে স্টেশনগুলো হচ্ছে তা যেন আমরা আগলে রাখতে পারি।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement