ফাইল ছবি
গোবিন্দ রায়, বসিরহাট: পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপিকে বাঁশ নিয়ে দৌড় করান। আমজনতাকে এমনই ‘পরামর্শ’ দিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। আর তাঁর এই বার্তায় স্বাভাবিকভাবেই চাঙ্গা হয়ে উঠলেন জেলার দলীয় কর্মী-সমর্থকরা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে জেলায় জেলায় চলছে ‘তৃণমূলের নবজোয়ার’ কর্মসূচি। আগামী সপ্তাহে বসিরহাটেও এই কর্মসূচি রয়েছে তাঁর। তার আগে রবিবার নবজোয়ারের প্রস্তুতি সভা ছিল বসিরহাটের (Basirhat) সোলাদানা মাঠে। সেখানেই উপস্থিত হয়ে আমজনতার উদ্দেশে বার্তা দেন তারকা সাংসদ।
তাঁর কথায়, “পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে কেউ যদি আপনাদের মাথা ঘোরানোর চেষ্টা করে তাহলে বাঁশ,কঞ্চি যা পাবেন, তাই নিয়ে দৌড় করাবেন।” এদিন ‘তৃণমূলের নবজোয়ারে’র প্রস্তুতি সভায় সাংসদ নুসরত জাহান ছাড়াও উপস্থিত ছিলেন, বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক সপ্তর্ষি বন্দোপাধ্যায়, তৃণমূল সাংগঠনিক জেলার সভাপতি স্বরোজ বন্দ্যোপাধ্যায়, উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সদস্য সাহানুর মণ্ডল, যুব তৃণমূলের সভাপতি শরিফুল মণ্ডলরা।
এদিনের জনসভা থেকে কেন্দ্রীয় সরকারের একাধিক জননীতি প্রকল্পের টাকা আটকে রাখা সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি- সিবিআইয়ের (ED-CBI) হেনস্থা বিষয় নিয়ে সরব হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কেন্দ্রীয় জনকল্যাণমূলক প্রকল্পের টাকা আটকে রাখা নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন সাংসদ। তাঁর দাবি, ”মানুষের কাজ যাতে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় না করতে পারেন, তার জন্য ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে। আমরা দিল্লি গিয়ে বাংলার মানুষের জন্য কিছু চাইলে দেয় না। বাংলার মানুষের জন্য কি করেছো তোমার? কিছুই করোনি। তাহলে কেন বাংলার মানুষ ভোট দেবে?”
বিজেপির (BJP) পাশাপাশি এদিন কংগ্রেসকেও নিশানা করতে ছাড়েননি সাংসদ। নুসরতের দাবি, “মানুষের মধ্যে থাকলেই মানুষের মন জয় করা যায়। কেউ দিল্লি থেকে বা বহরমপুর থেকে উড়ে আসবে আর বড় বড় ভাষণ দেবে, আর মানুষের মন জয় করে নিয়ে চলে যাবে, সেটা হবে না। ১৯-এর ভোট আমি দেখেছি, তারপর দিল্লি গিয়েছি। ২১-এর ভোটের আগে বলেছিল ‘ইস বার দোসো পার’। ওই দু’শোর নাইয়াটা অনেকক্ষণ ধরে টেনেছে। কিন্তু পার আর করতে পারেনি। মাঝসমুদ্রে ডুবে গিয়েছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.