Advertisement
Advertisement
Mahua Moitra

‘কোনও আমরা-ওরা নেই’, আর জি কর কাণ্ডে সুবিচারের দাবিতে গর্জে উঠলেন মহুয়া

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক মৃত্যু নিয়ে তোলপাড় রাজনৈতিক মহল।

TMC MP Mahua Moitra opens up in RG Kar Medical College case
Published by: Sayani Sen
  • Posted:August 27, 2024 3:18 pm
  • Updated:August 27, 2024 3:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক মৃত্যু নিয়ে তোলপাড় রাজনৈতিক মহল। শাসক-বিরোধীর মধ্যে চলছে জোর তরজা। তারই মাঝে এই ঘটনায় ‘আমরা-ওরা’ না করে সুবিচারের দাবিতে গর্জে উঠলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

X হ্যান্ডেলে তিনি লেখেন, “এটা গণধর্ষণ নয়। কোনও আঘাতের চিহ্ন নেই। দেহ সৎকারের ক্ষেত্রে কোনও তাড়াহুড়ো করা হয়নি। ময়নাতদন্তের সময় ভিডিওগ্রাফি করা হয়েছে। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মাত্র ১২ ঘণ্টার মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিবিআই তদন্তভার নিয়েছে। ৩১ বছর বয়সি তরুণীর উপর হওয়া নৃশংস অত্যাচারে আমরা সকলে রক্তাক্ত। তাই এখানে কোনও আমরা-ওরা নেই। আমরা সকলে দ্রুত বিচার চাই।”

Advertisement

[আরও পড়ুন: ভাঙল ব্যারিকেড, পালটা জলকামান, নবান্ন অভিযান ঘিরে পুলিশ-মিছিলকারীদের খণ্ডযুদ্ধ]

প্রসঙ্গত, গত ৮ আগস্ট, নাইট শিফট ছিল তরুণী চিকিৎসকের। পরদিন সেমিনার হল থেকে তাঁর দেহ উদ্ধার হয়। সেই সময় প্রায় বিবস্ত্র ছিলেন তিনি। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার। গত ১৩ আগস্ট থেকে কলকাতা হাই কোর্টের নির্দেশে মামলার তদন্তভার নেয় সিবিআই। তার পর দফায় দফায় চলছে জিজ্ঞাসাবাদ। তবে এখনও গ্রেপ্তার হয়নি কেউ। দ্রুত সুবিচারের সরব প্রায় সকলে। সেই একই সুরে সরব তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement