Advertisement
Advertisement
TMC MP Kalyan Banerjee

‘দলে যোগ্যদের মর্যাদা দিতে হবে’, টিম পিকের বিরুদ্ধে ‘ক্ষুব্ধ’ সাংসদ Kalyan Banerjee

সদ্যই হুগলি জেলা তৃণমূলে সাংগঠনিক রদবদলে 'বিরক্ত' তৃণমূল সাংসদ।

TMC MP Kalyan Banerjee indirectly slams Team PK । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:September 7, 2021 9:00 am
  • Updated:September 7, 2021 9:01 am  

দিব্যেন্দু মজুমদার, হুগলি: সদ্যই হুগলি জেলা তৃণমূলে সাংগঠনিক রদবদল হয়েছে। হুগলি জেলাকে দু’টি সাংগঠনিক কমিটিতে ভাঙা হয়েছে। টিম পিকে’র (Team PK) রিপোর্টের ভিত্তিতে রদবদল বলেই অনুমান। ঠিক তারপরই নাম না করে টিম পিকে’র বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)।

ধনেখালিতে এক দলীয় সভায় তিনি বলেন, “বিহার থেকে একজন এসে দিল্লি রোডের ধারে হোটেলে বসে শ্রীরামপুর লোকসভা নিয়ে দলের রিপোর্ট কার্ড তৈরি করছেন। সেই রিপোর্টের ভিত্তিতে উপর থেকে সব ঠিক করে দেওয়া হচ্ছে। ৩০-৩৫ বছর ধরে যারা রাজনীতির ময়দানে লড়াই করেছেন আজকে একটা কলমের খোঁচায় তাঁর রাজনৈতিক জীবন শেষ হয়ে যাচ্ছে। এরকমভাবে দলের কর্মীদের আঘাত দেবেন না। দলে যোগ্য লোকেদের মর্যাদা দিতে হবে।”

Advertisement

[আরও পড়ুন: বকখালিতে নদীর চরে ভেসে এল বিশালাকৃতির মৃত প্রাণী, ছবি তুলতে হুড়োহুড়ি স্থানীয়দের]

হুগলি জেলা তৃণমূলে সাংগঠনিক রদবদলের পর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই সাংসদের মন্তব্য করে হাতিয়ার করে ঘোলাজলে মাছ ধরতে নেমে পড়েছেন বিরোধীরা। অসন্তোষের হাওয়ায় কি ঘাসফুল শিবিরের অন্দরে ফের ঝড় বইতে চলেছে সে প্রশ্নও উঠছে। যদিও সমস্ত জল্পনাকে মিথ্যে প্রমাণ করে সাংসদ জানান, “দিদির জন্য রাজনীতিতে এসেছি। ময়দানে লড়াই করেছি। দিদি যতদিন রাজনীতিতে থাকবেন ততদিনই রাজনীতি করব। তারপর আর নয়।”

২০১৮-য় পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা প্রার্থী না দিতে পারার ফল ২০১৯ সালে লোকসভা ভোটে তৃণমূল পেয়েছে বলেও ‘স্বীকার’ করে নেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে তিনি বলেন, “২০১৮-এর পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা প্রার্থী দিতে পারেনি বলে লোকসভা নির্বাচনে তার ফল ভোগ করতে হয়েছিল। কিন্তু সেই মানুষগুলোই যাঁরা ভোট দিয়েছিলেন তারা বিধানসভা নির্বাচনেও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিলেন।” তাই আগামী নির্বাচনগুলিতে যাতে গত পঞ্চায়েত নির্বাচনের পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে কর্মীদের সতর্ক থাকার নির্দেশও দেন তিনি।

[আরও পড়ুন: বাংলা থেকে ভেলোরে চিকিৎসার হিড়িক, বিল থেকে শিক্ষা নেওয়ার আরজি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য কমিশনের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement