Advertisement
Advertisement
kalyan banerjee

‘তোর হাত কেটে নেব’, শুভেন্দুকে কড়া হুঁশিয়ারি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

শুভেন্দুকে 'হলদিয়ার ডন' বলেও কটাক্ষ করেন কল্যাণ।

TMC MP Kalyan Banerjee attacks Suvendu Adhikari | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 11, 2021 11:50 am
  • Updated:March 17, 2021 5:42 pm

দিব্যেন্দু মজুমদার, হুগলির: ফের শুভেন্দুকে নিশানা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আক্রমণাত্মক ভঙ্গিতে বললেন, “তোর হাত কেটে নেব।” সেইসঙ্গে নির্বাচনের দিনক্ষণ স্থির হওয়ার আগেই জাঙ্গিপাড়ার প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি । যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তৃণমূলের অন্দরে।

শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করার পরই নানাভাবে তাঁকে আক্রমণ করতে দেখা গিয়েছে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে (Kalyan Banerjee)। দলবদলের পর প্রায় প্রতিদিনই প্রাক্তন মন্ত্রীকে নিশানা করেছেন কল্যাণ। রবিবার জাঙ্গিপাড়ার সভা থেকে শুভেন্দুর (Suvendu Adhikari) হাত কেটে নেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। বললেন, “তোর হাত কেটে নেব। রামনবমীর আগে দেখা হবে, পিষে দেব।” পাশাপাশি এদিন শুভেন্দুর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন তৃণমূল সাংসদ। বলেন, “লক্ষ্ণণ শেঠের পর কাঁথির মেজোবাবুই হয়ে উঠেছিলেন হলদিয়ার ডন। জাহাজ থেকে মাল নামানোর আগে ১৫-২০ শতাংশ কমিশন নিতেন।” এসবের পর এদিন মঞ্চ থেকে কল্যাণবাবু বলেন, “আগামী নির্বাচনে জঙ্গিপাড়ার প্রার্থী হবেন বর্তমান বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী।” নির্বাচনের দিণক্ষণ ধার্য হওয়ার আগে এভাবে প্রার্থীর নাম ঘোষণা ভালভাবে নেননি দলের একাংশ।

Advertisement

[আরও পড়ুন: ‘ভুল হয়ে থাকলে প্রত্যেকের বাড়ি গিয়ে পা ধরে ক্ষমা চাইব’, বাঁকুড়ার সভায় বিনয়ী মদন মিত্র]

প্রসঙ্গত, দলবদলের পর রাজ্যের একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছেন শুভেন্দু। বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘তোলাবাজ’ বলে তোপ দেগেছেন। নির্বাচনে কারচুপির অভিযোগও করেছেন। পালটা দিয়েছেন শাসকদলের নেতারা। গতকালই জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিলেন, “শুভেন্দু অধিকারী তৃণমূলকে কালিমালিপ্ত করতে গিয়ে নিজের গায়েও কালি লেপছেন।”

[আরও পড়ুন: বাড়ি গিয়ে শষ্য সংগ্রহ করেছিলেন নাড্ডা, ২৪ ঘণ্টা না পেরতেই তৃণমূল কার্যালয়ে ৫ কৃষক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement