Advertisement
Advertisement
Dibyendu Adhikari

দুর্ঘটনার কবলে TMC সাংসদ Dibyendu Adhikari, গাড়িতে ধাক্কা দিয়ে পলাতক লরি

দুর্ঘটনায় অক্ষতই রয়েছেন তমলুকের সাংসদ।

TMC MP Dibyendu Adhikari met an accident at Kanthi, he is safe | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:August 7, 2021 10:05 pm
  • Updated:August 7, 2021 10:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্ঘটনার কবলে তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীর (Dibyendu Adhikari) গাড়ি। শনিবার রাতের দিকে তাঁর গাড়িতে ধাক্কা মারে একটি লরি। সাংসদ অক্ষত থাকলেও গাড়িটির যথেষ্ট ক্ষতি হয়েছে বলে খবর।

জানা গিয়েছে, এদিন তমলুক থেকে কাঁথি ফেরার পথে জাতীয় সড়কে আচমকাই সাংসদের গাড়িতে ধাক্কা মারে একটি লরি। সেসময় গাড়িতেই ছিলেন দিব্যেন্দু অধিকারী। তবে দুর্ঘটনায় তাঁর কোনও আঘাত লাগেনি। অবশ্য সাংসদের গাড়ির যথেষ্ট ক্ষতি হয়েছে। জানা গিয়েছে, এই ঘটনার জন্য দায়ী ঘাতক লরিটিকে ধরা যায়নি। চালক ঘটনাস্থল থেকেই পলাতক। যদিও দুর্ঘটনার কবলে পড়লেও কাঁথির বাড়িতেই ফিরছেন দিব্যেন্দু। এমনটাই খবর সূত্রের।

Advertisement

[আরও পড়ুন: ‘স্বাস্থ্যসাথী’ কার্ডে আহত যুবকের চিকিৎসা মিলল না, কাঠগড়ায় কুলটির বেসরকারি হাসপাতাল]

উল্লেখ্য, খাতায় কলমে এখনও তৃণমূল সাংসদ হলেও দলের সঙ্গে অনেকদিন থেকেই যথেষ্ট দূরত্ব রয়েছে দিব্যেন্দুর। বঙ্গ বিধানসভা ভোটের আগে ভাই শুভেন্দু অধিকারী দল ছাড়ার পর থেকেই এই দূরত্ব তৈরি হয়। সেসময় লাগাতার শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আক্রমণ করেছেন শাসকদলের নেতারা। ‘মীরজাফর’ তকমা দেওয়া হয়েছে তাঁকে। পরোক্ষভাবে আক্রমণ করা হয়েছে তাঁর পরিবারের সদস্যদেরও। একের পর দায়িত্ব কমিয়ে দল বুঝিয়ে দিয়েছে, অধিকারী পরিবারের কাউকেই আর ভরসা করছেন না তাঁরা। তারপর ভোটপর্ব মিটেছে। বিপুল আসনে জয় পেয়েছে তৃণমূল। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করে দিব্যেন্দু অধিকারীর (Dibyendu Adhikari) রাজনৈতিক অবস্থান নিয়ে। কারণ, হিসেব মতো তিনি এখনও তৃণমূল সাংসদ হলেও কেন্দ্রের নিরাপত্তা পাচ্ছেন। এদিকে রাজ্য তাঁর নিরাপত্তা প্রত্যাহার করে দেয়। এ বিষয়ে কথা বলা হলে দিব্যেন্দু অধিকারী জানালেন, তিনি এখনও তৃণমূলেই রয়েছেন। বিজেপিতে যাওয়ার কথা ভাবেনওনি। যদিও নিরাপত্তা প্রত্যাহার নিয়ে যে রাজ্যের প্রতি বেশ ক্ষুব্ধ তৃণমূল সাংসদ, ইঙ্গিতে তা বুঝিয়েছেন তিনি। প্রশ্ন তুলেছেন “রাজ্য কেন নিরাপত্তা তুলেছে?” পাশাপাশি কেন্দ্র কেন নিরাপত্তা দিয়েছে, তা জানা নেই বলেও জানিয়েছেন তিনি।

[আরও পড়ুন: ‘সংবাদ প্রতিদিন’-এর খবরের জের, পূর্বস্থলীর ‘চা-বিক্রেতা’ নাবালকের পাশে শিশু সুরক্ষা দপ্তর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement