সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারকা সাংসদ দেবকে (Dev) নিশানা করেছিলেন বিজেপির তারকা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। মঙ্গলবার নিজের লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে সপাটে কটাক্ষের জবাব দিলেন তৃণমূল (TMC) সাংসদ। গরু পাচার, কাটমানি নেওয়ার অভিযোগ উড়িয়ে দেবের সকৌতুক খোঁচা, “কাটমানি নেওয়ার প্রক্রিয়াটাই জানি না। আমার বিষয়ে হিরণ বোধহয় বেশি জানে, তাহলে সিবিআইয়ের ওকে ডাকা উচিত।”
দিন কয়েক আগেই গরু পাচার, কাটমানি ইস্যুতে তৃণমূল সাংসদকে নিশানা করেছিলেন বিজেপি বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় (Hiranmay Chatterjee)। জবাবে এদিন দেব বলেন, “আমাকে একবার সিবিআই ডেকেছিল, গত ফেব্রুয়ারি মাসে। এটা এখন নভেম্বর। আমার প্রাণে যদি ভয় থাকত তাহলে তো জেরার জন্য অন্য দিন চাইতাম। যেদিন ডেকেছিল সেদিনই গিয়েছি। সিবিআই (CBI) যদি মনে করত আমি কিছু জানি তাহলে আবার ডাকত। আমি মাথা উঁচু করেছিলাম। আর সেটাই আছি।” গরু পাচারের মূলচক্রী এনামুল হক প্রসঙ্গে তিনি বলেন, “কে এনামুল, এ নামে কাউকে চিনিই না।”
অভিযোগ উঠেছে দেব নাকি কাটমানি নিয়েছেন। অভিযোগ শুনেই হেসে ফেললেন তৃণমূল সাংসদ। বললেন, “কাটমানি কীভাবে নিতে হয় প্রসেসটাই জানি না। নিজের পকেট থেকে লোকের কাজ করেছি। আমি যা টাকা রোজগার করি, তা দিয়ে আমার সংসার ভালভাবে চলে যায়। নিজের টাকায় বিদেশে যাই।”
দলীয় সভার মঞ্চ থেকে টলিউড তারকাকে একাধিক ইস্যুতে আক্রমণ করেছিলেন হিরণ। কিন্তু বিজেপি বিধায়কের সমালোচনার পথে হাঁটতে নারাজ ঘাটালের সাংসদ। দেবের কথায়, “হিরণ আমার ভাল বন্ধু। ও জেতার পর শুভেচ্ছা জানিয়েছিলাম। কেন এমন বলল জানি না। তবে হাতে মাইক, সামনে জনতা থাকলে একটা চাপ তৈরি হয়, বুঝতে পারি। তখন অনেক কথা বেরিয়ে যায়। আক্রমণ করতে হয়। খারাপ কথা বলতে হয়। এটা ওঁর দলও করে। আমার দলও করে। এটাই রাজনীতি। কিন্তু আমি এই রাজনীতি বুঝি না। আমি ঘৃণার রাজনীতিতে বিশ্বাস করি না।”
দেবের সফরের আগেই এলাকায় ছেয়ে ছিল পোস্টারে। বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় আক্রমণ শানিয়েছিলেন। কিন্তু জবাবে কটূকথা বলতে রাজি হলেন না তারকা সাংসদ। যা দেখে রাজনৈতিক মহল বলছে, মাথা ঠাণ্ডা করে বিজেপির রাজনৈতিক বাউন্সার সামলে দিলেন টলিউডের তারকা। সমালোচনার বল বাউন্ডারির বাইরে পাঠিয়ে নিজের স্টাইলে দেব বললেন ‘লে ছক্কা’।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.