সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘চ্যালেঞ্জ’ নিয়েছিলেন৷ অভিষেক বক্তৃতায় ‘লে ছক্কা’ হাঁকাতে গিয়েও, একটুর জন্য বাউন্ডারি পের করতে পারলেন না৷ এই প্রথমবার অভিনেতা তথা ঘাটালের দেবকে সংসদ পেল বক্তা হিসেবে৷ কিন্তু যে ইস্যু নিয়ে তিনি সরব হলেন, তার থেকে বেশি গুরুত্ব পেয়ে গেল তাঁর বাংলায় বক্তৃতা রাখার বিষয়টি৷
বন্যা পরিস্থিতি রোধে কেন্দ্র সরকারের ব্যর্থতাকে নিশানা করেই নিজের বক্তব্য সাজিয়েছিলেন সাংসদ-অভিনেতা৷ তাঁর বক্তব্যের কেন্দ্রবিন্দুতে ছিল ‘ঘাটাল মাস্টার প্ল্যান’৷ দেব জানান, ১৯৮২ সালে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়৷ সে বছরই তাঁর জন্ম হয় বলে জানান দেব৷ কিন্তু তারপর সময়ের খাতে বহু জল গড়িয়েছে, দেব বড় হয়ে টলিপাড়ায় সুপারস্টার হয়েছেন, এমনকী সাংসদ হয়েছেন এবং বহুদিন পরে সংসদে প্রথমবার বক্তব্য রাখার চ্যালেঞ্জও নিয়েছেন, কিন্তু ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ আর বাস্তবের মুখ দেখেনি৷ এই পরিস্থিতিকেই সামনে তুলে আনেন সাংসদ৷ সংসদের বাদল অধিবেশনে অভিষেক বক্তৃতাতেই বন্যা প্রতিরোধের মতো একটা গুরুত্বপূ্র্ণ বিষয়ের অবতারণা করেছিলেন৷ পরিসংখ্যান দিয়ে তিনি জানান, গত ৬৪ বছরে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে প্রায় ২২লক্ষ মানুষ প্রতি বছর বন্যাদুর্গত গয়ে পড়েন৷ কিন্তু রাজ্য সরকারের পক্ষে একা এই পরিস্থিতি বদলে দেওয়া সম্ভব নয়৷ যদিও মুখ্যমন্ত্রী গত ছ’বছর ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন বলে দাবি করে দেবের অভিযোগ, কেন্দ্র এ ব্যাপারে সঠিক পদক্ষেপ নিচ্ছে না বলেই এখনও বাস্তবের মুখ দেখেনি ‘ঘাটাল মাস্টার প্ল্যান’৷ কাজ কতদূর এগিয়েছে এবং কবে তা শেষ হবে সে ব্যাপারে কেন্দ্রের জবাবদিহিও চান তিনি৷
ইস্যু যে গুরুত্বপূর্ণ ছিল সে বিষয়ে কোনও সন্দেহ নেই৷ কিন্তু সাংসদ দেব পুরো বক্তৃতা রাখলেন বাংলায়৷ আর এখানেই বিভ্রাট৷ হিন্দি বা ইংরেজিতে বক্তব্য পেশ করাই সংসদের রীতি৷ কোনও আঞ্চলিক ভাষায় কথা বলতে গেলে আগে থেকে স্পিকারকে নোটিস দিতে হয়৷ এদিন স্পিকার সুমিত্রা মহাজন সে প্রশ্নই করেন দেবকে৷ দেব রাজনীতিতে নতুন৷ কিন্তু পোড় খাওয়া রাজনীতিবিদরা কি তরুণ সাংসদকে নিয়মনীতি তেমন বুঝিয়ে দেননি? নাকি প্রফেসর সৌগত, সুদীপদের ক্লাসে ফাঁকি দিয়ে ক্যামেরার সামনে ব্যস্ত ছিলেন অভিনেতা! সংসদ ভবন ছাপিয়ে বাংলার রাজনৈতিক মহলেও এখন ইতিউতি ঘুরছে এ প্রশ্নই৷
শুনে নিন কী বললেন দেব:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.