সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়ে তাঁকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে। এমন অভিযোগ তুলেই এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থানার দ্বারস্থ হুগলির আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। শুভেন্দু এবং বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারিকে মানহানির নোটিস পাঠালেন তিনি।
অপরূপার আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায় জানান, আরামবাগের সাংসদের নামে ভুয়ো চিঠি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং তরুণজ্যোতি তিওয়ারি। জয়দীপ বলেন, নেটমাধ্যমে ছড়িয়ে দেওয়া ওই চিঠিতে বলা হয়েছে, অপরূপা নাকি নিয়োগ দুর্নীতিতে যুক্ত। কিন্তু অপরূপা এই চিঠির সত্যতা সম্পর্কে সন্দিহান। এই বিষয়টি নিয়ে শুভেন্দু ও তরুণজ্যোতিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন অপরূপা। দু’জনকেই মানহানির নোটিস দেওয়া হয়েছে। অবিলম্বে ওই দু’জনকে ক্ষমা চাইতে বলা হয়েছে। তা না হলে আদালতে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হবে।
‘‘শুভেন্দু’দা ও তরুণজ্যোতি তিওয়ারি’দাকে সম্মান দিয়েই বলছি, আপনাদের বিরুদ্ধে কেস করলাম। শ্রীরামপুর থানাতেও অভিযোগ জানিয়েছি। এবার আসল তথ্য সামনে আনুন। আদালতে দেখা হবে।’’ স্পষ্ট জানিয়ে দেন অপরূপা। তবে তৃণমূল সাংসদের এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছে বিজেপি।
নাটাবাড়ির বিজেপি (BJP) বিধায়ক মিহির গোস্বামীর দাবি, যে সাংসদ বিরোধী দলের নেতাকে ন্যূনতম সম্মান না দেখিয়ে তুইতোকারি করে অসম্মান করতে পারেন, তাঁর পক্ষে যে কোনও ধরনেরই অন্যায় করাই সম্ভব। আইনতই এর বিচার হবে। সুর চড়িয়েছেন তরুণজ্যোতি তিওয়ারিও। বলে দেন, ‘‘আফরিন আলি ম্যাডাম, আপনার নোটিস পেলে নিশ্চয় উত্তর দেব। তার আগে সিবিআইকে উত্তর দিতে তৈরি থাকুন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.