কিংশুক প্রামাণিক: হাতে আর ৪৯ দিন। উত্তরবঙ্গ পর্ব শেষ করে নবাবের মাটি থেকে দক্ষিণবঙ্গে প্রবেশ করল জনসংযোগ যাত্রা। সঙ্গে সঙ্গে রুট বদলের ভাবনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)।
উত্তরবঙ্গে বিপুল সাড়া পাওয়ার পর দক্ষিণবঙ্গের নানা দিক থেকে আমন্ত্রণ বার্তা পাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি তাই ঠিক করেছেন, যে রুটম্যাপটি প্রকাশ করা হয়েছে তার খানিক বদল করবেন। আপাতত ঠিক আছে, মুর্শিদাবাদ বীরভূম হয়ে হুগলি, হাওড়া, মেদিনীপুর, জঙ্গলমহলের তিন জেলা, বর্ধমান ছুঁয়ে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে সাগরে শেষ হবে যাত্রা। এই বেসিক ফরম্যাটে তেমন পরিবর্তন হবে না। কিন্তু আরও বেশি করে ব্লক গ্রাম ছুঁয়ে যেতে নতুন ফরম্যাট শিগগির প্রকাশ করবেন তিনি।
এ নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে তাঁর কথা হয়েছে। অভিষেকের যাত্রার সাফল্যে উচ্ছ্বসিত তৃণমূলনেত্রী। তিনিও চাইছেন, একবার যখন অভিষেক পথে নেমেছেন তখন জনসংযোগ আরও বেশি করে হোক। ছুঁয়ে যাক সমস্ত গ্রাম গ্রামান্তর। বস্তুত, দল মনে করছে, মোক্ষম সময়ে কর্মসূচি নেওয়া হয়েছে। সাম্প্রতিক নানা ঘটনাক্রম নিয়ে কর্মীদের মধ্যে যে প্রশ্ন তৈরি হয়েছে তা কেটে যাচ্ছে অভিষেকের সফরে। কর্মীরা উজ্জীবিত হয়ে উঠছেন। পঞ্চায়েত ভোটের আগে এটা সুলক্ষণ। নিজের প্রার্থী বেছে নিতে যত ভোট পড়ছে তাও দলের পক্ষে খুবই ইতিবাচক।
এদিকে রুট ম্যাপে পরিবর্তন আসার সঙ্গে সঙ্গে স্ট্র্যাটেজিতেও বদল আনছেন অভিষেক। এখন থেকে তিনি বলবেন কম, ঘুরবেন বেশি। সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলে নবজোয়ারের লক্ষ্য বোঝাবেন। রোড শো করলে বেশি মানুষের কাছে যাওয়া যায়। সেই কারণে এই ছক বদল। ইটাহারে ভিড়ের চাপে গাড়ির ছাদে উঠে জনতার অভিবাদন নিতে হয়েছিল। বিষয়টি খুব উপভোগ করেছেন অভিষেক। জানালেন, সেই ভিডিওটি ইউটিউবে দেওয়া মাত্র ৫০ লক্ষ ভিউ হয়। এখন তাই গাড়ির উপর দাঁড়িয়ে রোড শো হবে। আবার কখনও পথে নেমে। প্রখর রোডে ভরসা ওআরএস। এমনি স্লিম কিন্তু দিনরাত পরিশ্রমে ওজন কমেছে। এখনও পর্যন্ত জনতার ভালবাসার অত্যাচারে ডান হাতটির অবস্থা সঙ্গিন।
তীব্র যন্ত্রণা। ব্যান্ডেজ করতে হয়েছে। তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত গলা। ডাক্তার বারণ করেছেন বক্তৃতা দিতে। সাফ বলেছেন, রেস্ট না দিলে গলার ক্ষতি হবে। কিন্তু অভিষেক রাজি নন। শুক্রবার সেই নির্দেশ তিনি মানলেন। কিন্তু আজ, শনিবার থেকে মানবেন না। তাঁর মনে হয়েছে, এই কর্মসূচি দিয়ে দলের ভিতর যে জাগরণ তিনি ঘটিয়েছেন তা তুঙ্গে তুলতে হবে। তবে আগে যেমন তিনটি চারটি করে জনসভা করছিলেন এবার থেকে তেমন না করে রোড শো থেকে নিজের বার্তা তুলে ধরবেন। অভিষেক জানালেন, “জনসভায় সমর্থক ও কর্মীদের ভিড় বেশি হয়। কিন্তু রোড শোয় বেশির ভাগটাই সাধারণ মানুষ। তাঁরা রাজনীতি করেন না।” তিনি যে এত বড় একটি কর্মসূচি নেবেন বিরোধী শিবির আঁচ করতে পারেনি। ফলে বিরুদ্ধে আক্রমণ বাড়বে। প্রস্তুত অভিষেক। উত্তরে তিনি বলেন, “এটা ঠিক ওরা ধরতে পারেনি। আমি কিন্তু ৬০ দিনই করব। রুট বদল হবে অনেকটা। পঞ্চায়েত ভোট ঘোষণা হলেও সফর থামবে না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.