সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: করোনাকালে ‘ডায়মন্ড হারবার মডেল’ ব্যাপক সাড়া ফেলেছিল। এবার বিনামূল্যে সকলের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে নয়া উদ্যোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাত পোহালেই বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে পথচলা শুরু করবে ‘সেবাশ্রয়’। ডায়মন্ড হারবারের এসডিও মাঠে নিজে গিয়ে প্রকল্পের উদ্বোধন করবেন সাংসদ। নিজের লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভায় সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্যশিবির আয়োজনের উদ্যোগ নিয়েছেন সাংসদ। শিবির শুরু হচ্ছে ডায়মন্ড হারবার বিধানসভা এলাকা থেকে।
দলীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টায় সাংসদ ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয়’ মডেল ক্যাম্প উদ্বোধন করবেন। ডায়মন্ড হারবার বিধানসভা এলাকার ১ ও ২ নম্বর ব্লকের কয়েকটি স্বাস্থ্যশিবির সশরীরে ঘুরেও দেখবেন। সাংসদের উদ্যোগে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্যশিবিরগুলিতে থাকছে বিনামূল্যে ওষুধ বিতরণ, পরীক্ষা নিরীক্ষা, রেফারেল পরিষেবা, হেল্পডেস্ক ও অ্যাপভিত্তিক রেজিস্ট্রেশন ও রিয়েল টাইম আপডেট। আগামী ১১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই স্বাস্থ্যশিবিরগুলি চালু থাকবে।
ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় মোট ৪১টি স্বাস্থ্যশিবির চলবে। ডায়মন্ড হারবারের পর আরও ৬টি বিধানসভা কেন্দ্রগুলিতেও ‘সেবাশ্রয়’ প্রকল্পের স্বাস্থ্যশিবির চালু হবে। সেখানে চিকিৎসা করাতে পারবেন স্থানীয়রা। কোভিডকালে অভিষেকের ‘ডায়মন্ড হারবার মডেল’ দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল। সব মহলেই প্রশংসিত হয়েছিল ‘ডায়মন্ড হারবার মডেল’। এবার ‘সেবাশ্রয়’-এর মাধ্যমে ‘সকলের জন্য সুস্বাস্থ্য’ কর্মসূচিও ‘ডায়মন্ড হারবার মডেল’-এর আরও একটি দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.