Advertisement
Advertisement
Abhishek Banerjee Suvendu Adhikari Diamond Harbour

‘এক বাপের ব্যাটা হলে ডায়মন্ড হারবারটা তুলে দেখাক’, শুভেন্দুকে বেনজির আক্রমণ অভিষেকের

'তোলাবাজ ভাইপো' কটাক্ষের পালটা জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

TMC MP Abhishek Banerjee slams Suvendu Adhikari in Diamond Harbour ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 27, 2020 4:17 pm
  • Updated:December 27, 2020 4:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডায়মন্ড হারবারের সভা থেকে বিরোধীদের জবাব দেবেন তা স্পষ্টই ছিল। রবিবার দুপুরে যেন তাই সত্যি হল। জনসভার মঞ্চ থেকে একের পর এক বক্তৃতা তুলে ধরে বর্তমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে বেনজির আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। 

বিধানসভা নির্বাচনের (Assembly Election 2021) আগে বারবার পশ্চিমবঙ্গকে সোনার বাংলা হিসাবে গড়ে তোলার কথা শোনা যাচ্ছে বিজেপি নেতামন্ত্রীদের মুখে। হেস্টিংসে বিজেপি কার্যালয়ে শনিবারই শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari) দাবি করেছেন, সোনার বাংলা গড়ে তোলার জন্য বাংলাকে মোদির (Narendra Modi) হাতে তুলে দিতে হবে। ডায়মন্ড হারবারের সভা থেকে তারই পালটা দিলেন অভিষেক। তিনি বলেন,  “বাংলার মানসম্মান, কৃষ্টিকে বিক্রি করে দিয়ে যারা বাংলাকে মোদির হাতে তুলে দেওয়ার কথা বলছে। বাংলা কী কোনও বস্তু যে যার তার হাত তুলে দিতে হবে?” শুভেন্দুর দিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে অভিষেকের হুঁশিয়ারি, “এক বাপের ব্যাটা হলে ডায়মন্ড হারবারটা তুলে দেখাক।”

Advertisement

[আরও পড়ুন: বহুতলের ছাদ থেকে ট্যাঙ্ক মাথায় পড়ে ফরিদাবাদে মৃত্যু মুর্শিদাবাদের শ্রমিকের, শোকস্তব্ধ এলাকা]

এছাড়াও শুভেন্দুকে ‘উপসর্গহীন বেইমান’ বলেও কটাক্ষ করেন ডায়মন্ড হারবারের (Diamond harbour) তৃণমূল সাংসদ। গত ২১ বছর ধরে তৃণমূলের হয়ে কাজ করেছেন শুভেন্দু অধিকারী। ছিলেন মন্ত্রী, বিধায়ক। ঘাসফুল শিবিরেও বেশ গুরুত্বপূর্ণ পদের অধিকারী ছিলেন। তবে ২১ বছর তৃণমূলে থাকার জন্য ‘লজ্জিত’ বলে শনিবারই দাবি করেন শুভেন্দু। অধিকারী পরিবারের সন্তান দলবদল করেছেন। কিন্তু শুভেন্দুর বাবা এবং ভাই এখনও তৃণমূলের সঙ্গে যুক্ত। সেই প্রসঙ্গ টেনেও ‘লজ্জিত’ ইস্যুতে শুভেন্দুকে বিঁধলেন অভিষেক। তাঁর দাবি, “বাবা, ভাইয়ের সঙ্গে তো এখনও এক বাড়িতেই থাকেন। লজ্জা করে না?”  ‘তোলাবাজ ভাইপো’ বলেও বারবার অভিষেককে খোঁচা দিয়েছেন শুভেন্দু। তারও পালটা জবাব দিলেন তিনি। তৃণমূল সাংসদের কথায়, ‘‘নারদায় টাকা নিয়েছিলে তুমি। তোলাবাজ তো তুমি।’’

শুভেন্দু অধিকারীর পাশাপাশি এদিনের সভামঞ্চ থেকে জেপি নাড্ডা (J.P.Nadda), দিলীপ ঘোষ (Dilip Ghosh)-সহ বিজেপির একাধিক নেতামন্ত্রীর বিরুদ্ধে জোরাল আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে, রবিবারই দাঁতনে রোড শো’র পর একটি সভা করার কথা শুভেন্দু অধিকারীর। সেই মঞ্চ থেকে শুভেন্দু পালটা অভিষেককে কোনও বার্তা দেন কিনা, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।  

[আরও পড়ুন: ভোটের আগে বর্ধমানে বিজেপি যুব মোর্চায় ভাঙন, পদ পাওয়ার পরেও দল ছেড়ে তৃণমূলে ৪ নেতা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement