Advertisement
Advertisement
Abhishek Banerjee

‘৬ মাস দিন, কেন্দ্র থেকে প্রাপ্য আনতে না পারলে রাজ্য দায়িত্ব নেবে’, প্রতিশ্রুতি অভিষেকের

১০০ দিনের কাজের বকেয়া নিয়ে সরব অভিষেক।

TMC MP Abhishek Banerjee slams BJP again | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Paramita Paul
  • Posted:October 16, 2023 6:16 pm
  • Updated:October 16, 2023 6:20 pm  

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: পুজোয় জনসংযোগ কর্মসূচি থেকেও রাজ্যের বকেয়া নিয়ে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর সাফ কথা, “৬ মাস সময় দিন। এর মধ্যেই বাংলার বকেয়া আদায় করব। আর বকেয়া আদায় করতে না পারলে, ১০০ দিনের কাজ প্রকল্পের কর্মীদের পারিশ্রমিক মেটাবে রাজ্য সরকার।” সোমবার ডায়মন্ড হারবার লোকসভার সরিষা হাই স্কুল মাঠ মশাটে কাজের পোল হাসপাতালের বস্ত্রদান কর্মসূচিতে অংশ নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন অনুষ্ঠানের মঞ্চ থেকে নিজের লোকসভা কেন্দ্রের মানুকে ধন্যবাদ জানান অভিষেক। এর পরই বকেয়া আদায় নিয়ে সরব হন তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “বকেয়ার দাবিতে কলকাতার রাজপথে মিছিল শুধুই ট্রেলার ছিল। সিনেমাটা ১ নভেম্বর থেকে দেখাব। গায়ের জোরে বাংলার মানুষের টাকা যদি কেউ আটকে রাখতে চেষ্টা করে সে সফল হবে না। মানুষই শেষ কথা বলবে।” অভিষেক আরও বলেন, “আমি কথা দিচ্ছি, আমাকে ছ’মাস সময় দিন আপনাদের টাকা আনবই। যদি আনতে না পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আপনাদের পারিশ্রমিকের ব্যবস্থা করবে। কারোর উপর নির্ভর করতে হবে না।”

Advertisement

[আরও পড়ুন: পড়াশোনার ফাঁকে মাটি-রং-তুলিই জীবন, ছোট্ট হাতে প্রতিমা গড়ে চমক স্কুলছাত্রের]

পূর্বতন বাম সরকার ও বিজেপির বিরুদ্ধেও তোপ দাগেন তৃণমূল সাংসদ। বলেন, “অর্থনৈতিকভাবে বাংলাকে পেটে মারার ভাতে মারার চেষ্টা করেছে বিজেপি সরকার। ওদের কাছে মাথা নত করিনি, করবও না। বহিরাগতদের কাছে মাথা নত করব না।”

[আরও পড়ুন: প্রেমিকা নতুন সম্পর্কে জড়াতেই শুরু অশান্তি, আলিপুরদুয়ারে বাউন্সার খুনের নেপথ্যে ত্রিকোণ প্রেম!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement