সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ফের পুজোর মরশুমে বিজেপিকে বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার নিজের সংসদীয় ক্ষেত্র ডায়মন্ড হারবারের বজবজ বিধানসভার বিড়লাপুরে বস্ত্র বিতরণ কর্মসূচিতে এসে কেন্দ্রের বিজেপি সরকারকে কার্যত তুলোধোনা করলেন সাংসদ।
কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে অভিষেক বলেন, “মানুষ যার সঙ্গে থাকে তাকে পৃথিবীর কোনও শক্তি হারাতে পারবে না। যতই কুৎসা অপপ্রচার চক্রান্ত ষড়যন্ত্র হোক না কেন, কোনও স্বৈরাচারী শক্তি, কোনও দানবীয় বা অশুভ শক্তি পিছনে লাগলেও তার কেশাগ্র স্পর্শ করতে পারবে না।” তাঁর কথায়, “আমাদের ধমকানো-চমকানো চলছে। বাংলাকে ভাতে মারার চেষ্টা হচ্ছে। কিন্তু তৃণমূল কোনও গুজরাট বা উত্তরপ্রদেশের কোনও বহিরাগত নেতাদের কাছে মেরুদন্ড বিক্রি করবে না, ওদের বশ্যতা স্বীকার করবে না।” তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, “ওদের অর্থবল আছে, কেন্দ্রীয় এজেন্সি রয়েছে, নির্বাচন কমিশন রয়েছে। তৃণমূল কংগ্রেসের কাছে এসব কিছুই নেই, কেবল মানুষ আছেন। ওদের সব থাকলেও মানুষ ওদের সঙ্গে নেই। তাই ওরা লবডঙ্কা, ভোকাট্টা। বাংলার মানুষ বহিরাগতদের কাছে কখনও আত্মসমর্পণ করেনি, আগামীদিনেও করবে না।”
বিজেপিকে কটাক্ষ করে অভিষেক বলেন, “যারা একদিন বলেছিল, বাংলায় দুর্গাপুজো হয় না তাদেরই আজ সুড়সুড় করে বাংলায় এসে দুর্গাপুজো উদ্বোধন করে ডেইলি প্যাসেঞ্জারের মতো ফিরে যেতে হচ্ছে। ধর্মে ধর্মে বিভেদ লাগানোর, বাংলায় আগুন জ্বালানোর অনেকে অনেক চেষ্টা করেছে কিন্তু তারা জানে না, বৈচিত্র্যের মধ্যে একতায় আমরা বিশ্বাস করি। এটাই বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.