অভিষেকের হাত ধরে ডায়মন্ড হারবারে শুরু ‘সেবাশ্রয়'। নিজস্ব চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডায়মন্ড হারবারে পথচলা শুরু করল ‘সেবাশ্রয়’। বৃহস্পতিবার সকালে ডায়মন্ড হারবারের এসডিও মাঠে নিজে গিয়ে প্রকল্পের উদ্বোধন করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচিতে সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভায় সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্যশিবিরের আয়োজন হয়েছে। শিবির শুরু হল হল ডায়মন্ড হারবার বিধানসভা এলাকা থেকে। এদিন সাংসদ নিজে ওই শিবির সরেজমিনে খতিয়ে দেখলেন।
এদিন সকাল সাড়ে নটা নাগাদ এসডিও মাঠে পৌঁছে যান অভিষেক। তাঁকে উত্তরীয় ও দেবী সরস্বতীর মূর্তি দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসন ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এরপর প্রকল্পের উদ্বোধন করেন অভিষেক। স্বাস্থ্যশিবিরের ভিতরের অংশ পুরোটা নিজে ঘুরে দেখেন। জানান, সেখানে কী কী ধরনেক চিকিৎসা হবে। শুধু তাই নয়, রীতিমতো গোটা বিষয়টি নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করেন। কখন, কোন চিকিৎসক বসবেন, কীভাবে রোগীদের চিকিৎসা করা হবে, স্বাস্থ্যশিবিরের কোন অংশের কী কাজ, তাও খুঁটিয়ে জেনে নেন অভিষেক।
সাংসদের উদ্যোগে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্যশিবিরগুলিতে থাকছে বিনামূল্যে ওষুধ বিতরণ, পরীক্ষা নিরীক্ষা, রেফারেল পরিষেবা, হেল্পডেস্ক ও অ্যাপভিত্তিক রেজিস্ট্রেশন ও রিয়েল টাইম আপডেট। আগামী ১১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই স্বাস্থ্যশিবিরগুলি চালু থাকবে। অভিষেক কথা দিয়েছিলেন, নিজের লোকসভা কেন্দ্রের মানুষের ঘরে পৌঁছে যাবে সুচিকিৎসা। এদিন সেই কথাই রাখলেন সাংসদ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.