বিক্রম রায়, কোচবিহার: এবার দুষ্কৃতী হামলার শিকার দিনহাটার বিধায়ক উদয়ন গুহ৷ অভিযোগ, রবিবার সকালে দলীয় কাজে যাওয়ার সময় দিনহাটার নয়ারহাট এলাকায় তাঁর গাড়ি ভাঙচুর করা হয়৷ দিনহাটার বিধায়কের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয় ৷ অভিযোগের তির বিজেপির দিকে৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব৷ গোটা ঘটনাটাই তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফল বলে দাবি গেরুয়া শিবিরের৷
[ আরও পড়ুন: প্রবল বিস্ফোরণে উড়ে গেল ক্লাবের ছাদ, আতঙ্ক বীরভূমের মল্লারপুরে ]
জানা গিয়েছে, এদিন সকালে দিনহাটার রসমান্তা এলাকায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন বিধায়ক উদয়ন গুহ৷ অভিযোগ, সাহেবগঞ্জ থানার নয়ারহাট এলাকায় হঠাৎই তাঁর গাড়িতে লক্ষ্য করে ইট বৃষ্টি করে ২০-২৫ জনের একটি দুষ্কৃতীদের দল৷ ভেঙে দেওয়া হয় বিধায়কের গাড়ির সামনের কাচ৷ স্থানীয় সূত্রে খবর, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ কোনওক্রমে থানায় আশ্রয় নিয়ে রক্ষা পান দিনহাটার বিধায়ক৷ তাঁর অভিযোগ, বিজেপির ষড়যন্ত্রেই দুষ্কৃতীরা হামলা চালিয়েছে৷ তাঁকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে৷ পুলিশি নিরাপত্তা পেলে, তবেই থানা ছেড়ে বের হবেন বলে জানান উদয়ন গুহ৷ যদিও দিনহাটার বিধায়কের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক৷ তাঁর পালটা দাবি, এই ঘটনার পিছনে শাসকদলের অন্তর্দ্বন্দ্ব দায়ী৷ ওই অঞ্চলের তৃণমূল নেতা হুমায়ুন কবীর বরাবরই উদয়ন গুহর প্রতিপক্ষ বলে পরিচিত৷ এমনকী, দিনহাটার বিধায়কের মঞ্চ ভাঙারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে৷ ফলে রবিবারে ঘটনাও তৃণমূলের গোষ্ঠীকোন্দলেই ফল৷ একই কথা বলেছেন দিনহাটার বিজেপি নেতা দীপ্তিমান সেনগুপ্তও৷
[ আরও পড়ুন: ‘ধর্মের দোহাই দিয়ে ভেদাভেদ মানি না’, ফতোয়া উড়িয়ে মন্তব্য নুসরতের ]
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে থেকেই সংবাদ শিরোনামে রয়েছে কোচবিহার৷ একদিকে শাসকের সঙ্গে বিজেপির লড়াই৷ এবং অন্যদিকে তৃণমূলের মধ্যেকার গোষ্ঠীকোন্দল৷ বারবার এই জেলাকে খবরের এনেছে৷ নির্বাচনে এই জেলায় অত্যন্ত খারাপ ফল করেছে শাসকদল৷ কোচবিহার আসনটি হাতছাড়া হয়েছে তাদের৷ এবার সেখানে জয় পেয়েছেন বিজেপির নিশীথ প্রামাণিক৷ বিজেপির পাশাপাশি, এরপর সমগ্র জেলাজুড়ে শাসকদলের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গিয়েছে দলেরই একাংশকে৷ চাপে পড়ে সম্প্রতি কোচবিহার জেলা সভাপতির পদ থেকে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু তাতেও বিক্ষোভ কমানো যায়নি৷ কয়েকদিন আগে, তৃণমূলের সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সির সামনে রবীন্দ্রনাথ ঘোষ, বিনয়কৃষ্ণ বর্মনদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন দলের নিচুতলার কর্মীরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.