Advertisement
Advertisement
Udayan Guha

‘আলাদা রাজ্যের দাবিতে মিছিল করলে হাঁটু আস্ত থাকবে না’, বিজেপিকে বিঁধে ফের বিস্ফোরক উদয়ন

তৃণমূল বিধায়ককে পালটা দিয়েছেন বিজেপি বিধায়ক মালতী রাভাও।

TMC MLA Udayan Guha threatens BJP MLA with strong language | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:February 19, 2022 2:15 pm
  • Updated:February 19, 2022 2:36 pm  

বিক্রম রায়, কোচবিহার: ফের বিস্ফোরক দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ (Udyan Guha)। এবার পৃথক কোচবিহার (Cooch Behar) রাজ্যের দাবি তোলা বিজেপি বিধায়কের উদ্দেশে ফের কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। তাঁর হুঁশিয়ারি, আলাদা রাজ্যের দাবিতে মিছিল করলে হাঁটু আস্ত থাকবে না। পালটা জবাবে বিজেপি (BJP) বিধায়ক মালতী রাভাও বললেন, ”মিছিল করছি আমি। উনি আসুন। দেখি কে কার পা ভাঙে।” পুরভোটের আগে দুই শিবিরের দুই বিধায়কের বাকযুদ্ধে সরগরম জেলার রাজনৈতিক মহল।

শুক্রবার তুফানগঞ্জ পুরসভার ১ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী গৌতম সরকারের হয়ে প্রচারে গিয়েছিলেন বিধায়ক উদয়ন গুহ। কোভিডবিধি (COVID-19) মেনে অল্প সংখ্যক সমর্থক নিয়ে জনসভা করার অনুমতি রয়েছে। তাই নাগরিক কনভেনশনে যোগ দিয়েছিলেন তৃণমূল বিধায়ক। সেখানে গিয়েই তিনি ফের বিতর্কিত মন্তব্য করেন। এর আগে গত ১৬ তারিখ, বাণেশ্বর এলাকায় গ্রেটার কোচবিহারের নেতা মহাবীর চিলা রায়ের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গ্রেটার নেতা অনন্ত মহারাজের আমন্ত্রণে সাড়া দিয়েই তিনি সেখানে যান। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী কলকাতায় ফেরার পরপরই ওই একই মঞ্চ থেকে আলদা রাজ্যের দাবিতে সরব হয়েছিলেন কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, তুফানগঞ্জের (Tufanganj)বিধায়ক মালতী রাভা।

Advertisement

[আরও পড়ুন: রাতের কলকাতায় রমরমিয়ে চলছে বেআইনি হুক্কা বার, পুলিশি অভিযানে জালে ৫]

তার পরিপ্রেক্ষিতেই শুক্রবারের প্রচারসভায় হুঁশিয়ারি দেন উদয়ন। তাঁর কথায়, ”আমাদের নেত্রী, মুখ্যমন্ত্রী সেই অনুষ্ঠান থেকে ফেরার পর নিশীথ প্রামাণিক, মালতী রাভারা ওই মঞ্চ থেকেই আলাদা রাজ্যের দাবি তুলেছিলেন। যতক্ষণ মুখ্যমন্ত্রী ছিলেন, ততক্ষণ তাঁরা কিছুই বলার সাহস পাননি। পরে নেংটি ইঁদুরের মতো গিয়ে আলাদা রাজ্যের কথা বলেছেন। আমি তো বলছি, কোচবিহারকে ভেঙে আলাদা রাজ্যের দাবিতে মিছিল করলে হাঁটু আস্ত নিয়ে আর ফিরতে হবে না।” তাঁর এই মন্তব্যের পর গেরুয়া শিবিরে শোরগোল শুরু হয়। আগেও একাধিকবার দিনহাটার তৃণমূল বিধায়কের নানা মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। তাতে যুক্ত হল আরও একটি।

[আরও পড়ুন: সরষের মধ্যেই ভূত, জঙ্গিযোগে আইপিএস আধিকারিককে গ্রেপ্তার করল NIA]

যদিও যাঁদের উদ্দেশে তাঁর এহেন হুঁশিয়ারি, বিজেপির সেই বিধায়ক মালতী রাভাও পালটা দিতে ছাড়েননি। তিনিও প্রচারে বেরিয়ে বলেন, ”আমি তুফানগঞ্জে মিছিল করছি। উনি আসুন এখানে। দেখা যাক কে কার পা ভাঙে। আমার হাঁটু ভাঙা হলে আমি দু’পা ভেঙে দেব।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement