Advertisement
Advertisement
উদয়ন গুহ

‘অনেক অন্যায় করেছি’, ফেসবুকে ফের বিতর্কিত পোস্ট তৃণমূল বিধায়কের

আত্মসমালোচনা নাকি অভিমানের বহিঃপ্রকাশ ঘটালেন তৃণমূল বিধায়ক? উঠলেন প্রশ্ন৷

TMC MLA Udayan Guha rues poll lose on social media
Published by: Tanujit Das
  • Posted:June 21, 2019 3:27 pm
  • Updated:June 21, 2019 3:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আত্মসমালোচনা? নাকি চেপে রাখা ক্ষোভ ও অভিমানের বহিঃপ্রকাশ? গত ১৯ জুন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহর ফেসবুক পোস্ট ঘিরে এমনই একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে৷ অনেকেরই প্রশ্ন, এই পোস্টের মাধ্যমে দলের উপর মহলে কি কোনও বার্তা দিতে চাইলেন দিনহাটার তৃণমূল বিধায়ক?

[ আরও পড়ুন: ১৪ বছরের রেকর্ড ভেঙে রাজ্যে বিলম্বিত বর্ষা, গরম থেকে কিছুটা রেহাই ]

Advertisement

সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন উদয়ন গুহ? জানা গিয়েছে, ওইদিন রাত প্রায় এগারোটা নাগাদ ফেসবুকে ‘আমি অনেক অন্যায় করেছি’ শীর্ষক একটি পোস্ট করেন উদয়ন গুহ৷ যেখানে আত্ম-সমালোচনা ও অনুতাপের সুরে একাধিক বিষয় সম্পর্কে লেখেন তিনি৷ লোকসভা নির্বাচনে তাঁর নিজের বিধানসভা কেন্দ্র দিনহাটার মানুষ শাসকদলের থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় উগরে দেন চাপা ক্ষোভ৷ পোস্টটিতে আটটি পয়েন্টে উল্লেখ করেছেন উদয়ন গুহ৷ যার কয়েকটিতে নিজ সমালোচনা করেন তিনি৷ কয়েকটিতে ক্ষোভ বা অভিমানের বহিঃপ্রকাশ ঘটান৷ প্রথমেই ব্যর্থতার সুরে লেখেন, ‘‘দিনহাটা শহরে পঞ্চায়েত নির্বাচনের সময় গোলমাল থামাতে পারিনি৷ কলেজের ছাত্র গোলমালের দায় আমার উপর বর্তায়৷ দিনহাটার পুকুরগুলি নষ্ট করেছি৷’’  

 

এরপর নিজের উন্নয়নমূলক কাজের খতিয়ান জানিয়ে, মানুষের বিরুদ্ধে জমে থাকা অভিমান উগরে দেন দিনহাটার বিধায়ক৷ ফেসবুকে লেখেন, ‘‘অনেক রাস্তা ম্যাস্টিক করে মানুষের চলাফেরার অসুবিধা করেছি।অকারনে শহরে বেশি আলো লাগিয়ে টাকা নষ্ট করেছি। ডাক্তার বাবুদের ফিজ ২৫০ টাকা বেধে দিয়েছিলাম। নার্সিং হোমে সিজার কেসের প্যাকেজ বেধে দিয়েছিলাম। দিনহাটার প্রাণকেন্দ্র চৌপথি পরিষ্কার ও যানজট মুক্ত করতে চেয়েছিলাম।’’ একদম শেষে দিনহাটার মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘দিনহাটার মানুষ পছন্দ করেননি,শিক্ষা দিয়েছেন। আমি অনুতপ্ত।’’ তৃণমূল বিধায়কের এই পোস্টকে ঘিরে স্বভাবতই দলের অন্দরে আলোচনা শুরু হয়েছে৷ সূত্রের খবর, অস্বস্তি বেড়েছে জেলা তৃণমূল নেতৃত্বের৷

[ আরও পড়ুন: বৈঠকে কী বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়? চিন্তায় নদিয়ার তৃণমূল নেতৃত্ব ]

প্রসঙ্গত, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কোচবিহার আসনে পরাজিত হয়েছে শাসকদল৷ জয়ী হয়েছেন বিজেপির নিশীথ প্রামাণিক৷ এই পরাজয়ের কারণ হিসাবে গোষ্ঠীকোন্দলকে দায়ী করেছে তৃণমূলের একাংশ৷ কাঠগড়ায় তোলা হয়েছে কোচবিহারের প্রাক্তন জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষকে৷ সম্প্রতি তাঁকে ওই পদ থেকে সরিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী৷ তাঁর জায়গায় সেই দায়িত্ব দেওয়া হয়েছে বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মনকে৷ উদয়ন গুহ শিবিরের অভিযোগ, শাসকদল তরফে দিনহাটার বিধায়ককে সঠিক ভাবে নির্বাচনের কাজে ব্যবহার করা হয়নি৷ তাঁদের দাবি, সেই কারণেই মানুষ মুখ ফিরিয়েছেন৷ এরই প্রভাব পড়েছে ফলাফলে৷ সেকারণেই নিজের বিধানসভা কেন্দ্র দিনহাটাতে শাসকদলকে লিড দিতে ব্যর্থ হয়েছেন উদয়ন গুহ৷ সেখানে তৃণমূল পেয়েছে ৯৯৪৪২টি ভোট৷ এবং বিজেপি পেয়েছে ১১৪৯৮১টি ভোট৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement