বিক্রম রায়, কোচবিহার: সোশ্যাল মিডিয়ায় এক বিজেপি নেতার পোস্ট ঘিরে ফের উত্তপ্ত দিনহাটা। সোমবার রাতে ফেসবুকে পোস্টের মাধ্যমে এক বিজেপি নেতা তাঁকে খুনের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন দিনহাটার তৃণমূল বিধায়ক। এই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার পুলিশের দ্বারস্থ হলেন উদয়ন গুহ। বাড়ি থেকে তিনি যাতে বের না হন, সেইজন্য এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বিধায়ক। তবে অভিযুক্ত বিজেপির জেলা সংখ্যালঘু মোর্চার অবজার্ভার আনোয়ার হোসেন এই অভিযোগ অস্বীকার করেন। কাউকে খুনের হুমকি দেননি বলে দাবি করেন তিনি। এ বিষয়ে জেলার পুলিশ সুপার নিম্বালকর সন্তোষ উত্তম রাও জানান, বিধায়কের অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।
[ আরও পড়ুন: ২৪ ঘণ্টা পর খোঁজ মিলল ব্রহ্মপুত্র মেল থেকে উধাও মহিলা যাত্রীর]
কয়েকদিন আগেই দিনহাটার নয়ারহাটে বিধায়ককে হেনস্তা করার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। উদয়নবাবুর গাড়ি ভাঙচুর করা হয় বলেও জানা গিয়েছে। তারপর এই ঘটনায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে জেলা তৃণমূল নেতৃত্বের। এদিকে বারবার তৃণমূল বিধায়ক আক্রমণের নিশানা হওয়ায় আতঙ্কিত জেলা দলীয় নেতা-কর্মীরাও। অভিযোগ, সোমবার রাতে বিজেপির কোচবিহার জেলার সংখ্যালঘু মোর্চার অবজার্ভার আনোয়ার হোসেন নিজের ফেসবুক পোস্টে লেখেন, ‘‘দিনহাটা বিধানসভা কেন্দ্রের জনগণ সিদ্ধান্ত নিয়েছেন, খুনি উদয়ন গুহ যে এলাকায় ঢুকবে, সেখানেই তাঁর বকেয়া হিসাব নিকাশ বুঝিয়ে দেবেন।’’ তাঁর এই মন্তব্যকে ঘিরে দিনহাটা জুড়ে তোলপাড় শুরু হয়।
[ আরও পড়ুন: আলাদা জায়গায় মিলল ধড়-মুন্ডু, লোকাল ট্রেনে দেহাংশ উদ্ধারে ভাটপাড়া যোগ ]
বিধায়ক উদয়ন গুহ দাবি করেন, সরাসরি তাঁকে খুন করার উদ্দেশ্যে এই মন্তব্য করা হয়েছে। তিনি বলেন, নয়ারহাট এলাকায় তার উপর যে হামলার ঘটনা ঘটেছিল, তারপর বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ঘটনাটি ঘটেছে। তবে বাস্তবে কি ঘটেছিল, তার প্রমাণ ফেসবুক পোস্টের মধ্যে দিয়েই মিলল। উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিজেপি নেতা-কর্মীরা হুমকি দিয়ে তাঁকে বাড়িতে আটকে রাখার চেষ্টা করছে। পরোক্ষে নয়, সরাসরি তাঁর নাম ধরে হুমকি দেওয়া হচ্ছে। উদয়নবাবু বলেন, “ওই পোস্টটি নজরে আসার পরই পুলিশ সুপার ও দিনহাটা থানার পুলিশকে জানিয়েছি।” তবে বিজেপির নেতা আনোয়ার হোসেন জানান, তিনি কাউকে খুনের হুমকি দেননি। উদয়ন গুহ দিনহাটায় একাধিক খুনের ঘটনায় অভিযুক্ত রয়েছেন। গ্রামবাসীদের সঙ্গে প্রতারণা করে টাকা লুট করেছেন। তাই তিনি যেখানেই যাবেন গ্রামবাসীরা নিজের হিসাব বুঝে নেবেন। তিনি ফেসবুকে সেকথাই লিখেছেন।
ছবি: দেবাশিষ বিশ্বাস
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.